A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

ড্রাগ টেস্ট (Drug Test) না জানলে চাকরীটা যাবে !!

ড্রাগ টেস্ট

ইউরিন ড্রাগ টেস্টকে, ইউরিন ড্রাগ  স্ক্রিনিং বা ইউডিএস বলে।এটি একটি ব্যথামুক্ত টেস্ট।এটি খুব বেশী কমন টেস্ট নয় বরং প্রেসক্রাইড টেস্ট।এর মাধ্যমে রোগীর শরীরে অবৈধ মাদক ও ঔষধ আছে কিনা নিশ্চিত করা হয়।

স্যাম্পলঃ প্রস্রাব ( ২৪ ঘণ্টা/মর্নিং)

সাধারণত নিম্নের ড্রাগ গুলো চেক করা হয়ঃ

# আম্পিটামিন

# মেথাআম্পিটামিন

# বেনযোডিয়াযেপিন

# বারবিটুরেটস

# মারিজুয়ানা

# কোকেইন

# পিসিপি

# মেথাডোন

# অপিডস

 

চট্টগ্রামে সাধারণত  ৫ ধরনের ড্রাগের পরীক্ষা করা হয়।এলকোহলও ড্রাগ স্ক্রিনিং টেস্টের অন্তর্ভুক্ত। তবে এটি নিশ্বাস পরীক্ষার মাধ্যমে করা হয়।

ড্রাগ টেস্ট কেন করা হয়ঃ

# সরকারী-বেসরকারী অনেক গুলো জবে জয়েন করার প্রথম শর্ত,প্রার্থীকে মাদকমুক্ত হতে হবে।

# ডাক্তারের চিকিৎসার সুবিধার জন্য।

# রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে সদস্যদের চিকিৎসার অগ্রগতি বুঝার জন্য।

 

সর্তকতাঃ

# খুবই সেনসিটিভ টেস্ট, তাই প্রিপারেশন না নিয়ে টেস্ট করাবেন না।

# ৪৮ ঘন্টা আগে থেকে চা-সিগারেট বন্ধ করতে হবে।

# কলা,টমেটো,আনারস,তরমুজ,খেজুর ইত্যাদি ৪৮ ঘন্টা আগে থেকে খাওয়া বন্ধ রাখতে হবে।

# রোগী যদি মাইগ্রেনের  ঔষধ নেয়,তাহলে স্যাম্পল দেয়ার আগে জানাতে হবে।

# ৪৮ ঘন্টা আগে থেকে ভিটামিন-বি জাতীয় ঔষধ খাওয়া বন্ধ রাখতে হবে।

# ব্যথার ও কাশির ঔষধ বন্ধ রাখতে হবে।

# সর্বোপরি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *