CBC TEST কি ?
সিবিসি (cbc test) টেস্ট মানে হচ্ছে, Complete Blood Count।এটি একটি স্ক্রিনিং টেস্ট যার দ্বারা শরীরের বিভিন্ন ইনফ্লামাটরি ডিজিস ও ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয়।এটি একটি সিম্পল কিন্তু সেনসিটিভ টেস্ট।ডাক্তার এর মাধ্যমে কিছু রোগ সরাসরি ডায়াগনোসিস করেন,আর কিছু রোগের ব্যাপারে পর্যবেক্ষণ করেন।
সেরা যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার চটগ্রাম
সিবিসি টেস্ট এর অনেক গুলো প্যারামিটার আছে, এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারগ্ণ এক টেস্টের মাধ্যমে অনেক রোগের হিন্টস পান।
সিভিসি (CBC Test) টেস্টের বদলে অনেকে ব্লাড আর ই (Blood R/E) করে।কিন্তু সিভিসি(cbc) করাটাই উত্তম ও রোগীর জন্য লাভজনক।
চট্টগ্রামের সেরা ১০ ডাক্তার সম্পর্কে জানতে ক্লিক করুন
cbc টেস্ট কেন করা হয় ???
# এই টেস্ট শরীরে সামগ্রিক অংশের প্রতিনিধিত্ব করে।ডাক্তার এই টেস্ট শরীরে বেসিক একটি ধারণা পায়
# যে কোন ইনফেকশানজনিত ও সিস্টেমিক রোগের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ
# রক্তশূন্যতার রোগীদের জন্য এটি খুব দরকারী টেস্ট
# ক্যান্সার রোগীদের ইমপ্রুভমেন্ট পর্যবেক্ষণ করার জন্য
# কিছু কিছু ঔষধ রোগীর রক্ত কণিকায় পরিবর্তন নিয়ে আসে।সেটা পর্যবেক্ষণ করার জন্য
ই এস আর(ESR Test) : টেস্ট কি কেন এবং সাবধানতা
সি বি সি (CBC Test) টেস্ট কিন্তু একটি টেস্ট নয়,এটি একটি টেস্ট প্রোফাইল। এর মধ্যে বিভিন্ন প্যারামিটার আছে।নিম্নে দেয়া হলো:
# ESR
# Hb
# Total RBC Count
# Total WBC Count
1) neutrophil
2)eosinophil
3)lumphocyte
4)monocyte
5) basophil
# Total Platelet Count
# PCV /Haematocrit
# MCH
# MCV
# MCHC
# Red Cell Distribution Width(RDW)
# Reticulocyte Count
CBC Test Price in Bangladesh:
সাধারণত ৩০০-৩৫০ টাকা হতে পারে ।যদি PBF থাকে তাহলে আরো ২০০-৩০০ টাকা বাড়তে পারে।
(এই টেস্টে ল্যাব গুলো ৩০% ডিসকাউন্ট দিলেও তাদের ২০% লাভ থাকবে)
CBC Test Normal Range:-
ESR:
0-10 mm in 1hr (male)
0-20 mm in 1hr
ল্যাবে প্রস্রাব বা ইউরিন টেস্ট (Urine Test) করার আগে জেনে নিন
Hb/Haemoglobin:
13-16 gm/dl (male)
12-14 gm/dl (female)
RBC (red blood cell):
4.35-5.65 mm3/L (male)
3.92-5.13 mm3/L (female)
WBC (white blood cell):
4000-11000 mm3/L
Platelet:
150000-400000/mm3
ডায়াবেটিস টেস্ট (Diabetic Test) করার আগে এ বিষয় গুলো মনে রাখুন
CBC Test রোগীর প্রস্তুতি
# সি বি সি টেস্টের জন্য রোগীর বিশেষ কোন প্রস্তুতি নেই
# রক্ত দেয়ার আগে এক্স-রে, এমআরআই, সিটিস্ক্যান এগুলো করা যাবে না।
# যদি কেমোথেরাপি বা বিশেষ কোন মেডিসিন রোগী নেয়,তবে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে
# ল্যাব বা ডায়াগনস্টিক পরীক্ষার আগে রোগী প্রস্তুতি কিভাবে নিবে
# রক্তপাতলা করার কোন মেডিসিন খেলে ডাক্তারকে জানাতে হবে।
CBC Test সর্তকতা
# ব্লাড কালেকশনের সময় যাতে একই জায়গায় ডাবল প্রিক না হয়।এতে অনেক সময় প্লাটিলেট রেজাল্ট কম আসে
# ট্যুরনিকেট যাতে অতিরিক্ত টাইট না হয়,এতে অনেক সময় সেল স্লাইডে ভালো আসে না
# বাচ্ছাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ব্লাড কালেকশন না হলে টেস্ট রিপিট করতে হবে।না হলে দেখা যাবে হিমোগ্লোবিন অনেক বেশী, না হয় প্লাটিলেট অনেক কম
# আঙ্গুলের মাথা থেকে রক্ত নিয়ে সিভিসি করলে ঐ রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা বেশী।এতে সব ধরনের ব্লাড সেল কম থাকবে।
# সব ল্যাবের সিবিসি রিপোর্ট একই হবে না,সামান্য কিছু তারতম্য থাকবে।তবে বড় ধরনের পার্থক্য থাকে না।
# যেসব ল্যাবে অটো সেল কাউন্টার( auto cell counter machine) নেই,সেখানে টেস্ট না করানো উত্তম।
কষ্টের টাকায় টেস্ট করাবেন তো ভালো একটি ল্যাবে টেস্ট করাবেন।ভুল টেস্ট রিপোর্ট- সময়,স্বাস্থ্য ও টাকা সবকিছুর অপচয় করে।
অত্যন্ত উপকারি পরামর্শ।ধন্যবাদ
Thanks
ধন্যবাদ
বাংলায় লেখার জন্য
Onek thanks apnader….
মাশাআল্লাহ অনেক হেল্পফুল তথ্য। ধন্যবাদ আপনাদের