A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

মুখের একটি মারাত্মক রোগ Ludwig’s Angina

মুখের একটি মারাত্মক রোগ Ludwig's Angina

Ludwig’s Angina হচ্ছে মুখ এবং গলার একটি মারাত্মক ইনফেকশন যা থেকে প্রতিবছর সারা পৃথিবীতে সর্বোচ্চ চিকিৎসার পরে ও অধিকাংশ রোগীর মৃত্যু হয়। তাই এটিকে মানব দেহের সবচেয়ে ভয়ংকর একটি ইনফেকশন হিসেবে চিকিৎসা শাস্ত্রে মনে করা হয়।

# কেন হয়
* সাধারণত দাঁত ও মাড়ির ইনফেকশন থেকে এই রোগ হতে পারে
* কোন দূর্ঘটনা/আঘাতে দাঁত ও মুখের ইনজুরি হলে
* টনসিল ও মুখের অন্যান্য গ্রন্থির ইনফেকশন হলে তা থেকে জীবাণু ছড়িয়ে

# কাদের ঝুঁকি বেশী

* যাদের দাঁতের দীর্ঘমেয়াদি ক্ষয়রোগ /ডেন্টাল ক্যারিজ (Dental Caries) রয়েছে
* অদক্ষ হাতুড়ে দাঁতের ডাক্তার / কোয়াকের কাছে দাঁতের চিকিৎসা করালে
* দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছেন এমন রোগী
* যারা মুখের এবং দাঁতের যত্ন নেয়ার নিয়ম মেনে চলে না
* যাদের ডায়াবেটিস , অপুষ্টিজনিত রোগ , এইডস এবং মাদক সেবনের ইতিহাস থাকে

দাঁত ফেলতে জানলেই কি সে ডেন্টিস্ট ?

# কী কী লক্ষণ দেখা যায়
* তীব্র দাঁতের ব্যাথা থাকে
* মুখ ও গলার নিচে তীব্র ব্যাথা সহ ফুলে যাওয়া
* মুখ থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়া
* মুখ থেকে লালা গড়িয়ে পড়া
* মুখ হা করতে না পারা
* জ্বর/ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া/খেতে না পারা

# চিকিৎসা
* দ্রুত একজন বি.ডি.এস ডিগ্রিধারী দাঁতের ডাক্তার এর পরামর্শ নিতে হবে
* প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে দাঁত ও নাক কান গলা ডাক্তারের অধীনে চিকিৎসা করাতে হবে
* অনেক সময় যে দাঁত থেকে ইনফেকশন হয় সেটা ফেলে দিতে হয় এবং ইনফেকশন বেশি হলে গলার অপারেশন ( Incision and drainage) করতে হয়
* শ্বাসকষ্ট ( Stridor) হলে গলার tracheostomy অপারেশন করতে হয়

# প্রতিকার
এই রোগে যেহেতু মৃত্যু ঝুঁকি বেশি তাই এই রোগ যাতে না হয় সেজন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।
* নিয়মিত মুখ এবং দাঁতের যত্ন নিতে হবে। দিনে দুই বার ব্রাশ এবং ডেন্টাল ফ্লসিং করতে হবে। ছয় মাস পর পর /বছরে একবার ডেন্টাল সার্জন এর কাছে দাঁতের স্কেলিং করা এতে দাঁত ও মাড়ি ভাল থাকে।
* যেখানে সেখানে অদক্ষ হাতুড়ে দাঁতের ডাক্তার/ কোয়াকের কাছে চিকিৎসা না করিয়ে বি.ডি.এস ডিগ্রিধারী দাঁতের ডাক্তার এর কাছে চিকিৎসা করানো।
* দাঁতের ব্যথা/ দাঁতের যে কোনো সমস্যার জন্য অবহেলা না করে দন্ত চিকিৎসকের পরামর্শ নেয়া।

ডাঃ ইরফান উদ্দিন

বিডিএস ( চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ)
রেজিষ্ট্রেশন নংঃ ৮৪২২
দন্ত ও মুখ গহ্বর রোগ বিশেষজ্ঞ
আই ডেন্ট ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার
যোগাযোগঃ 01818-701376

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *