সায়াটিকা ব্যথা কি ?
মানবদেহে সায়টিক নার্ভ নামে একটি স্নায়ু রয়েছে, যা মেরুদণ্ডের কোমরের অংশ থেকে উৎপত্তি হয়ে ঊরুর পেছন দিক দিয়ে হাঁটুর নিচের মাংসপেশির মধ্য দিয়ে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত। যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর ওপর চাপ পড়ে তখন কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায়, এটাকে ডাক্তারি ভাষায় সায়টিকা বলা হয়।
পেনিস ক্যালকুলেটরঃ জেনে নিন আপনার কি অবস্থা
সায়াটিকা ব্যথার কারণ কি ?
সাধারণত সায়াটিকার মূল কারণসমূহ —
১. পিএলআইডি বা কোমরের ডিস্ক বা নরম হাড় সরে গেলে
২. লাম্বার স্পন্ডাইলোসিস বা কোমরের বয়সজনিত ক্ষয়বাত
৩. লাম্বার স্পনডাইলোলিসথেসিস বা কোমরের কশেরুকা বা শক্ত হাড় সরে গেলে
৪. লাম্বার স্পাইনাল স্টেনসিস বা শাহী রগের চলাচলের পথ সরু হয়ে গেলে
৫. পিরিফর্মিস সিনড্রোম বা পিরিফর্মিস নামক মাংসপেশিতে টান পড়লে
কাদের হয় ?
→পুরুষ বা মহিলা উভয়ই আক্রান্ত হতে পারে
→বেশির ভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৫০ এই বয়সে রোগটি প্রথম ধরা পড়ে
সায়াটিক ব্যথা কিভাবে হয় ?
→অনেক সময় কোমরের অসতর্ক ব্যবহারের কারণে, কোমরের ডিস্ক বা নরম হাড়ের উপর অস্বাভাবিক চাপ পড়ে।
→ফলে নরম হাড় ফেটে বা সরে গিয়ে সায়াটিক নার্ভের মূলগুলোকে চাপ দেয়।
→তাই কোমর ব্যথা সায়াটিক নার্ভ বেয়ে ঊরুর পেছনে, হাঁটুর নিচের মাংসপেশিতে, এমনকি পায়ের তলা ও আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়।
চিকিৎসা কি ?
সায়াটিক ব্যথার চিকিৎসা সাধারণত তিন ধাপে করা হয়।
১ প্রাথমিক বা কনজারভেটিভ চিকিৎসা
২ ইন্টারভেনশন (ইঞ্জেকশন) চিকিৎসা
৩ অপারেশন (সার্জারী)
কোমর ও সায়াটিকা ব্যথার চিকিৎসায় কোমরে ব্যথানাশক ইনজেকশনের উপকারিতাঃ
শুরুতে কোমরে ব্যথা, এরপর ব্যথা পায়ে নামে। এর সাথে পায়ে কামড়ানো, ঝিঝি, অবশভাব ইত্যাদি। এটিকে বলা হয় সায়াটিকা ব্যথা। এই ব্যাথার অন্যতম কারণ হল মেরুদন্ডের কোমরের অংশের ডিস্ক প্রলাপ্স(অর্থাৎ নরম হাড় সরে গিয়ে নার্ভ বা স্নায়ুতে চাপ দেয়া)।
সায়াটিকা ব্যথা কমানোর একটি অন্যতম চিকিৎসা হল কোমরে ব্যথানাশক “এপিডুরাল ইনজেকশন”।যেটা কোমরের ভিতরে নার্ভ বা স্নায়ুর গোঁড়ায় পৌঁছে, স্নায়ুর উত্তেজনা কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে।
পার্কভিউ হসপিটালে অত্যাধুনিক পদ্ধতিতে উন্নত মেশিনের মাধ্যমে নিয়মিত এই সেবাটি দিচ্ছেন স্বনামধন্য “কোমর ব্যথা বিশেষজ্ঞ” ডাঃ মোঃ মাহফুজুর রহমান।বিশেষভাবে উল্লেখযোগ্য, চট্টগ্রামে একমাত্র ডাঃ মাহফুজুর রহমান এ চিকিৎসা করে থাকেন।
এই ইনজেকশন কয়টা নিতে হয়, কত খরচা হয়?
আপনাকে স্যারের সাথে চেম্বারে দেখা করতে হবে কারণ এক্ষেত্রে রোগী না দেখে বলা যাবে না।তবে মেশিন দিয়ে ইব্জেকশন দিতে ১০,০০০/ টাকা খরচ হবে।
আমার মায়ের মেরুদন্ডের এল ৪-৫ এর নরম হাড় বের হয়ে গিয়েছিল। মাকে অপারেশন করানোর জন্য বাংলাদেশের ২ জন লীডিং প্রফেসর (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন) পরামর্শ দিয়েছিল। ডাঃ মাহফুজুর রহমান ২০২০ সালে আমার মাকে ২ ডোজ ইপিডুরাল ইনজেকশন দেয়। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে ও চলাফেরা করতে পারে। আমি যার রেফারেন্সে স্যারের কাছে গিয়েছিলাম উনার স্ত্রীকেও ৩ ডোজ ইপিডুরাল ইনজেকশন দেওয়া হয়েছিল। উনিও এখন সুস্থ আছেন। আল্লাহ স্যারের মঙ্গল করুন।
ইনজেকশন নিলে কতদিন ভাল থাকা যায়? একটু বলবেন?
minimum 1 year
প্লিজ আপনার ফোন নাম্বাটা🥰
স্যারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করবো কিভাবে? কেউ কি সাহায্য করতে পারবেন এ ব্যাপারে।
ভাইয়া খরচ কেমন হয়
এপিডুরাল ইনজেকশনের প্রাইসটা কত..?
এটার কোণ স্থায়ী চিকিৎসা নাই,বছর কি ইনজেকশন মারতে হবে??
মরণ পর্যন্ত??