বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমনোলজিস্ট / Pulmonologist কি ?
বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমনোলজিস্ট (Pulmonologist) একজন ডাক্তার যিনি ফুসফুস ও এর সাথে সম্পর্কিত অন্যান্য অঙ্গ নিয়ে কাজ করেন।বক্ষব্যাধি বিশেষজ্ঞ শ্বসনতন্ত্রের রোগ নির্ণয় ও চিকিৎসা করেন।উনাদের চেষ্ট স্পেশালিষ্ট, লাং স্পেশালিষ্ট,বুকের ডাক্তারও বলেন।নাক,গলা,ট্রাকিয়া, শ্বাসনালী ও রক্তনালী শ্বসনতন্ত্রের অন্তর্গত।
কখন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমনোলজিস্ট / Pulmonologist এর কাছে যাবেন ?
১) বুকে ব্যথা বা চাপবোধ করা
২) মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
৩) শ্বাস নিতে অসুবিধা, বিশেষ করে ব্যায়ামের সময়
৪) অতিরিক্ত ক্লান্তি লাগা
৫) শ্বাস নিতে নাকে শব্দ হওয়া
৬) বুকে কফ জমে যাওয়া
৭) দীর্ঘদিন সর্দি লেগে থাকা
৮) বুকের ঘরঘর শব্দ হওয়া
৯) ঘনঘন কাশি হওয়া
১০) শ্বাসটান
বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমনোলজিস্ট / Pulmonologist কি কি রোগের চিকিৎসা করেন ?
১) এজমা
২) যক্ষা
৩) সিওপিডি
৪) ব্রংকাইটিস
৫) লাং ক্যান্সার
৬) স্লিপ এপনিয়া
৭) নিউমোনিয়া
৮) কভিড নিউমোনিয়া
৯) সিস্টিক ফিবরোসিস
১০) পালমোনারি হাইপারটেনশন
বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা পালমনোলজিস্ট / Pulmonologist কি কি টেস্ট করতে দেন ?
১) সিবিজি টেস্ট- রক্তে অক্সিজেন পরিমাপ করার জন্য
২) এক্সরে
৩) সিটি স্ক্যান
৪) ব্রংকোস্কপি
৫) স্পাইরোমেটরি
৬) সি বি সি