A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

VAC থেরাপি কি ও কেন ব্যবহার করা হয় ?

VAC মেশিন চট্টগ্রাম

What is VAC therapy and why is it used?

VAC থেরাপি মানে “ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার থেরাপি” বা ভ্যাকুয়াম থেরাপি।এটি ডায়াবেটিক ফুটের চিকিৎসায় রোগীদের জন্য বিরাট আশীর্বাদ হয়ে এসেছে।এই পদ্ধতিতে নেগেটিভ প্রেসারকে কাজে লাগিয়ে আলসার বা ঘা এর  সাকশন ড্রেসিং (Suction Dressing) করা হয়।যার মাধ্যমে অত্যন্ত দ্রুত আলসার বা ঘা বা ক্ষত শুকিয়ে আসে।

 

VAC থেরাপি কিভাবে কাজ করে?

এটি একটি বাস্তবধর্মী ক্ষত চিকিৎসা পদ্ধতি।এর মাধ্যমে ক্ষত বা অপারেশন সাইট থেকে রক্ত বা তরল শোষণ করা হয়।বিশেষ ধরনের একটি ফোম ক্ষতস্থানে লাগানো হয়।এরপর বিশেষ ধরনের পাতলা ফিল্ম দিয়ে ক্ষতস্থান সম্পূর্ণ ঢেকে (সিল) দেয়া হয়।সিলের ভেতর থেকে একটি মেশিনের সাথে সংযুক্ত করা হয়।পাম্পের সাহায্যে ক্ষতস্থানের তরল পদার্থ ও সংক্রামক উপাদান গুলো স্বয়ংক্রিয় ভাবে বাইরে টেনে আনা হয়।

 

VAC থেরাপি কেন নিবেন?

# ডায়াবেটিক ফুট / আলসার রোগীদের জন্য এ থেরাপি খুবই ফলপ্রসূ

# আলসার বা ঘা বা ক্ষতস্থানে-

১) রক্তসঞ্চালন বাড়ায়

২) ব্যাকটেরিয়াল কলোনাইজেশন কমায়

৩) ফোলা কমায়

৪) ঘা দ্রুত শুকিয়ে আনে

 

কৃতজ্ঞতাঃ

ডাঃ এম এ মুকিত
ডায়াবেটিক ফুট ও বেড সোর স্পেশালিস্ট
কনসালটেন্ট অর্থোপেডিক
পিপলস হাসপাতাল,
৯৪, কে বি ফজলুল কাদের রোড,চকবাজার মেডিকেল এর সামনে,চট্টগ্রাম
প্রাথমিক পরামর্শ পেতে কল করুনঃ ০১৬৭৪-৬৫৯৫৪৮
সিরিয়ালঃ ০১৯৬১-১৪০০৯৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *