A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
বাচ্চাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা কেন হয় ?

How to understand why the baby has urinary problems

আমাদের দেশে ১ বছরের কম বয়সী শিশুদের বিভিন্ন রোগ হয়।তারমধ্যে “প্রস্রাবের ইনফেকশন” বেশী হয় যা আমরা খেয়াল করি না।অনেক সময় মা-বাবার অমনোযোগীতার কারণে ডাক্তারও বুঝে উঠতে পারেন না।বিশেষ করে মেয়েদের এ সমস্যাটি বেশী হয়।প্রতি ১০০ জন মেয়ে শিশুর মধ্যে ৮ জন ও প্রতি জন ছেলে শিশুদের ২ জন প্রস্রাবের ইনফেকশনে ভুগে।

এ সমস্যাটি খুব জটিল  যা অবহেলা করা হয় এবং যার কারণে শিশুরা দীর্ঘদিন ভুগতে থাকে।অনেক সময় এটা কিডনী ইনফেকশনে রূপান্তরিত হয়।শিশুরা মুখে বলতে পারে না বা আপনাকে বুঝে নিতে হবে।
সন্তানের প্রতি বাবা-মায়ের যে ১০ টি ভুলের জন্য শেষে অনুশোচনা করতে হয়

কিভাবে বুঝবেনঃ

# জ্বর থাকবে,ঔষধ খাওয়া পরেও জ্বর থাকবে।

# কিছুদিন পর পর জ্বর হবে

# প্রস্রাব করার সময় বাচ্চা কান্না করবে

# প্রস্রাবে প্রচুর গন্ধ হবে

# বাচ্চা প্রস্রাব করতে চাইবে কিন্তু প্রস্রাব হবে না বা হলেও অল্প

# প্রস্রাব দেখতে গোলাটে হবে

# বাচ্চার অকারণে বমি হবে

# বাচ্চা খেতে চাইবে না

# ডায়রিয়া

# তলপেটে ব্যথা করবে

# বাচ্চা রাতে ঘন ঘন বাথরুমে যেতে চাইবে

হিমোগ্লোবিন (Hb test) টেস্ট কি কেন এবং সর্তকতা

ইনফেকশন হওয়ার কারণ কিঃ

# বাচ্চাদের ক্ষেত্রে কিছু স্বাভাবিক শারীরিক কারণে ইনফেকশন হয়ে যায়।

# ব্যাকটেরিয়াল ইনফেকশন

# বাচ্চা বাথরুম করার পর যথাযথ ভাবে পরিষ্কার না হওয়া

# কোষ্ঠকাঠিন্য

বাঁচার উপায়ঃ

# বাচ্চাদের ভালোভাবে বাথরুম করার প্রশিক্ষণ দিন।

# বাথরুম করার পর ভালোভাবে পরিষ্কার হওয়ার গুরুত্ব বুঝিয়ে বলুন।

# একদম ছোট বাচ্চা বিশেষ করে মেয়ে শিশুদের পায়খানার পর পরিষ্কার করার সময় সামনে থেকে পেছনে পরিষ্কার করুন।কখনো পেছনে থেকে হাত সামনে আনবেন না।

# দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখবেন না।

# কাপড়ের নেংটি পড়ালে তা ভালোভাবে পরিষ্কার করে নিবেন।

# বাচ্চা লজ্জাস্থানে হাত দিয়ে আদর করবেন না এবং খোলা রাখবেন না।

# বাচ্চাদের যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেদিকে খেয়াল রাখবেন।

ডায়াগনস্টিক টেস্টঃ

# Urine R/E

#Urine Culture & Sensitivity Test

# Cbc

#Ultrasonography

প্রস্রাব স্যাম্পল নেয়ার সময় খুব সর্তক থাকতে হবে।

# ডায়াপারের প্রস্রাব নিয়ে স্যাম্পল দেয়া যাবে না

#ফ্লোরে পড়া প্রস্রাব স্যাম্পল হবে না

# এক্ষেত্রে গরম পানি দিয়ে পরিষ্কার করা প্লাস্টিক ব্যবহার করতে পারেন বা কনডম ক্যাথেটার ব্যবহার করতে পারেন। স্যাম্পল দেয়ার উপর রোগ নির্ণয় নির্ভী করবে।

# এন্টিবায়োটিক খাওয়া অবস্থায় “কালচার টেস্ট” করাবেন কিনা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন।

কোন ছোট ল্যাবে টেস্ট করাবেন।টাকা গুলো পানিতে ফেলবেন।
সিবিসি (CBC Test) টেস্ট কি ও কেন করতে হয় এবং সর্তকতা

সম্পাদনাঃ

ডাঃ মোহাম্মদ শহীদুল ইসলাম (সুমন)

এমবিবিএস(সিইউ),এমসিপিএস(শিশু স্বাস্থ্য), এফসিপিএস(শিশু স্বাস্থ্য)

নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ

সময়ঃ সন্ধ্যা ৭ টা – রাত ১০টা

প্রতিদিন,শুক্রবার বন্ধ

প্রাথমিক পরামর্শঃ ০১৮৯১-৬২২৬৪৫ (ফ্রি)

সিরিয়ালঃ ০৩১-২৫৫৫০৭১-৫,০১৯৭৬-০২২১১১

# পার্কভিউ হাসপাতাল

 

বাচ্চাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা কেন হয় ?