A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
hello doctor ctg

Why does blood go with urine?

প্রস্রাবে রক্ত যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়।প্রায়শই এটি কোন রোগের নির্দেশ করে।অদ্ভুতভাবে এটি ব্যথামুক্ত ও খালি চোখে দেখা যায় না।মাইক্রোস্কোপ ব্যতীত এটি দেখা একেবারেই সম্ভব নয়।তবে রক্তে গেলে এর কিছু সিম্পটম দেখা যায়।প্রস্রাবের সাথে রক্ত যাওয়াকে “Haematuria” বলে।এরকম দেখা গেলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।

কিভাবে বুঝবো প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছেঃ

প্রস্রাবের রং সাধারণত ফ্যাকাশে,প্রস্রাব দেখতেও স্বচ্ছ। যখন রক্ত যাবে তখন প্রস্রাবের গোলাপী,লাল বা কোকাকোলার এর রংয়ের মত হয়ে যাবে।প্রস্রাব স্বচ্ছ থাকবে বা,দেখতে গোলাটে লাগবে।

 

 

প্রস্রাবে রক্ত কোথায় হতে আসেঃ

# কিডনী

# ইউরেটার

# ব্লাডার

# ইউরেথ্রা

 

 

 

ফলস পজিটিভঃ

কিছু ক্ষেত্রে প্রস্রাব লাল হতে পারে যেমনঃ বিট,জাম এবং আরো কিছু নির্দিষ্ট খাবার খেলে প্রস্রাবের রং লাল হতে পারে।

# কিছু হজমি ঔষধ আছে খেলে প্রস্রাব লাল হয়।

# তাছাড়া কিছু এন্টিবায়োটিক খেলে,ঔষধ চলাকালীন প্রস্রাব লাল হয়।

 

 

 

প্রস্রাবে রক্ত যাওয়ার প্রধান কারণঃ

# প্রস্রাবের রাস্তায় ইনফেকশন

# কিডনী ইনফেকশন

# কিডনীতে পাথর হওয়া

# ব্লাডারে পাথর হওয়া

# প্রোস্টেট বড় হয়ে যাওয়া

# কিডনীতে ইনফ্লামেশন হওয়া

# ক্যান্সার(কিডনী,ব্লাডার,প্রোস্টেট)

# কিডনীতে ইনজুরি হওয়া

# রক্তশূন্যতা/এনিমিয়া

# রেডিওথেরাপি

 

 

 

কিছু স্বাভাবিক ফ্যাক্টর যার কারণে প্রস্রাবে রক্ত যায়ঃ

# পিরিয়ড এর পরে

# অতিরিক্ত যৌনমিলন

# বয়স ৫০ এর বেশী হলে প্রোস্টেট বড় যাওয়ার কারণে

# পারিবারিক রোগের ইতিহাস

# যারা ম্যারাথন দৌড়বিদ বা যারা দীর্ঘসময় দৌড়ায় তাদের

 

 

টেস্ট করাকালীন সর্তকতাঃ

যেহেতু খালি চোখে দেখা যায় না,মাইক্রোস্কোপ এ বিশেষ প্রসেস করে দেখতে হয়।তাই এটি খুব সেনসিটিভ টেস্ট।

# যাদের নিজস্ব প্যাথলজিস্ট নেই,ঐখানে টেস্ট করাবেন না।

# যাদের নিজস্ব মাইক্রোস্কোপ নেই,ঐখানে করাবেন না।

# খুব সূক্ষ্ম পদ্ধতিতে স্যাম্পল প্রস্তুুত করা হয়।তাই “স্টেট মেডিকেল ফ্যাকাল্টি” সার্টিফায়েড মেডিকেল টেকনোলজিস্ট না থাকলে ঐখানে টেস্ট করাবেন না।কারণ এটি নর্দিষ্ট সময় পর ভ্যানিশ হয়ে যায়।তাই ভালো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট না করালে ডায়াগনোসিস হবার সম্ভাবনা কম।

ছোট ল্যাব গুলোতে টেস্ট করা মানে টাকা পানিতে ফেলা।

প্রস্রাবের সাথে রক্ত যায় কেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *