What is the function of the social services department in the hospital?
আমাদের দেশে সরকারী হাসপাতালে প্রচুর সংখ্যক রোগী ভর্তি হয়। এরমধ্যে বেশীরভাগ আর্থিকভাবে অসচ্ছল ও অশিক্ষিত। উনারা হাসপাতালের নিয়মকানুন ও সরকার প্রদত্ত অনেক সুযোগ-সুবিধার খোঁজ জানেন না। এমনকি সচেতন অনেক মানুষ এাব বিষয় খেয়াল করেন না।সমাজসেবা বিভাগ রোগীদের বিভিন্ন বিষয়ে সাহায্য করেন।
সর্বপপ্রথম ঢাকা মেডিকেল কলেজ এ সেবাটি চালু হয় এখন ৯০টি সরকারি-বেসরকারি হাসপাতালে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সেবা চালু আছে। তাছাড়া উপজেলা লেবেলে ৩৪২টি উপজেলায় “রোগী কল্যাণ সমিতি”র মাধ্যামে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সেবা:
# হাসপাতাল ভর্তি ও চিকিৎসা পেতে সাহায্য করা
# বিনামূল্যে ঔষধ,সহায়ক যন্ত্রপাতি, কৃত্রিম অঙ্গ,বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও পথ্য সরবরাহ বা এসব সংগ্রহের জন্য আর্থিক সহায়তা করা
# পড়ার জন্য কাপড়ের ব্যবস্থা করা
# রক্তদান বা পেতে সহায়তা করা
# পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা
# শিশু পুনর্বাসন (যে শিশুকে পরিবার নিতে চায় না)
# ঐ রোগীর পুনর্বাসনের ব্যবস্থা করা যাকে পরিবার ফেলে গেছে
সরকারী হাসপাতালে সেবা নেয়ার যত নিয়ম
# হাসপাতাল পরিবর্তননে সাহায্য করা
# রোগীর সাথে পারিবারিক ও সামাজিক যোগাযোগ স্থাপনে সাহায্য করা
# নাম পরিচয়বিহীন দরিদ্র মৃত ব্যক্তির সৎকারে ব্যবস্থা
# রোগ মুক্তির পর অবস্থা বুঝে নগদ সহায়তা
সেবা নেয়ার সময়: সকাল ৮টা থেকে ২টা ৩০ মিনিট
সেবা গ্রহীতা: হাসতালে আগত অসহায়,দরিদ্র বা দুস্থ রোগী
সেবা প্রদানের সময়: রোগী চিহ্নিত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষণিক ভাবে