A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

সিটি স্ক্যান(CT Scan Test): কি,রোগীর প্রস্তুতি, সর্তকতা

সিটি স্ক্যান মেশিন

CT scan: what, patient preparation, alertness

সিটি স্ক্যান( CT Scan) মানে হলো “কম্পিউটেড টমোগ্রাফি”। এটি একটি ইমেজিং টেস্ট এবং এটি ব্যথা মুক্ত টেস্ট। এটি অনেকটা স্পেশালাইজড এক্সরে তবে এর পদ্ধতি ভিন্ন এবং রিপোর্ট এর ক্ষেত্রে এক্সরের চেয়ে বেশী ফলপ্রসু।এটি দিয়ে শরীরে যে কোন জায়গা স্ক্যান করা যায়,এমনকি টিস্যু সহ।

কেন সিটি স্ক্যান(CT Scan Test) করা হয়:

# হাড় এবং জয়েন্টের সমস্যায়য়।বিশেষ করে “জটিল জয়েন্ট ফ্রাকচার” সমস্যায়।

# ক্যান্সার,হৃদরোগ,লিভার রোগে

# শরীরে যদি ইন্টারনাল ব্লডিং হয়

# টিউমার,ইন্টারনাল ক্লট ব্লাড,ফ্লুইড ডিটেক্ট করতে

# ট্রীটমেন্ট ব্যবস্থা পর্যবেক্ষণে ব্যবহার করা হয় যেমন: বায়োপসি,সার্জারি এবং রেডিয়েশন থেরাপি

কন্ট্রাস্ট:

সিটি স্ক্যানে হাড় খুব সহজেই দেখা যায় কিন্তু সফট টিস্যু(রক্তনালী,অর্গান,) সহজেই দেখা যায় না।যাতে সফট টিস্যু গুলো ভালো ভাবে দেখা যায় সেজন্য কন্ট্রাস্ট বা স্পেশাল ডাই ব্যবহার করা হয়।এগুলো ৩ ভাবে রোগীকে দেয়া হয়:

১) রক্তনালী

২) মুখে খাওয়ানো

৩) এনিমা (পায়ুপথে দেয়া হয়)

ই এস আর(ESR) টেস্ট কি কেন এবং সাবধানতা

প্রস্তুতি:

# টেস্টের ২৪ ঘন্টা আগে থেকে “কার্বোহহাইড্রেট” জাতীয় খাবার কমিয়ে দিতে হবে।

# টেস্টের ৬ ঘন্টা আগে থেকে চা,এলকোহল খাওয়া যাবে না

# টেস্ট করার ৩০ মিনিট আগে অবশ্যই পৌছাতে হবে

# টেস্ট করতে নড়াচড়া করবেন না,এতে ইমেজ ঝাপসা আসবে।

সর্তকতাঃ

# যদি কোন ধরনের ঔষধ খান তবে ডাক্তারকে জানাবেন বিশেষ করে ডায়াবেটিস জাতীয় ঔষধ “মেটফোরমিন”।

# রোগী প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট হতে পারে এরকম হলে,ডাক্তারকে জানাবেন

# রোগীর যদি বেশী এলার্জি জাতীয় সমস্যা থাকে,জানাবেন

# বাচ্চা আছে এমন মায়েরা,টেস্ট করার ২৪ ঘন্টা পর বুকের দুধ খাওয়াতে পারবেন।কারণ টেস্টেরর সময় শরীরে কিছু রেডিয়েশন ডুকে যায়।যা দুধের মাধ্যমে বাচ্চার শরীরে যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *