A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

যে ১০টি কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়

যে ১০টি কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়

There are 10 reasons why the urinary tract is irritated

প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া খুব কমন একটি স্বাস্থ্য সমস্যা।অধিকাংশ ক্ষেত্রে মানুষ সচেতন হয় না,প্রাথমিক পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হয় না।যার কারণে বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়।এতে ভোগান্তিও বাড়ে।এতে অর্থ ও সময়ের অপচয় হয়।

আমাদের দেশে অধিকাংশ মেয়ে জীবনের কোন না কোন সময় প্রস্রাব/ UTI ইনফেকশনে ভুগে।প্রায় সময়ই সিভিয়ার সমস্যা না হওয়া পর্যন্ত বুঝতে পারে না।এতে অনেক সময় তাদের জননাঙ্গ ক্ষতিগ্রস্থ হয়।অনেকে বন্ধ্যা হয়ে যান।

বিভিন্ন কারণে ইউরিনারি বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে থাকে।নিম্নে আলোচনা করা হলঃ

১) ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন

আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা।বিশেষ করে মেয়েদের ও শিশুদের জন্য।

লক্ষণসমূহঃ

# ঘন ঘন প্রস্রাব

# গোলাটে রংয়ের প্রস্রাব হব

#জ্বর

#প্রস্রাবে বাজে গন্ধ

# তলপেটে ব্যথা

# কোমড়ের পেছনে ব্যথা

 

২) সেক্সূয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ

সিবিসি (CBC Test) টেস্ট কি ও কেন করতে হয় এবং সর্তকতা

৩) প্রোস্টেট ইনফেকশন

লক্ষণসমূহঃ

# প্রস্রাব করতে অসুবিধা

#ব্লাডার,টেস্টিস ও পেনিস এ ব্যথা অনুভব করা

# বীর্যপাতে অসুবিধা

# ঘন ঘন প্রস্রাব হওয়া,বিশেষ করে রাতে

 

৪) কিডনীতে পাথর হওয়া

লক্ষণসমূহঃ

# কোমড়ের পাশে ও পিছনে ব্যথা

# গোলাপি বা বাদামী প্রস্রাব

# গোলাটে প্রস্রাব

# বমি হওয়া

# জ্বর

# ব্যথা সময়ে সময়ে পরিবর্তনন হওয়া

# অল্প অল্প পরিমাণে প্রস্রাব হওয়া

৫) ওভারিয়ান সিস্ট

লক্ষণসমূহঃ

# যোনীপথে রক্তপাত

# তলপেটে ব্যথা

# প্রস্রাব করার পরেও ব্লাডার ভরা মনে হওয়া

# পিরিয়ড চলাকালীন ব্যথা হওয়া

# স্তনে অস্বস্তি অনুভব

# পিঠে ঘামাচির মত হওয়া

ই এস আর(ESR Test) : টেস্ট কি কেন এবং সাবধানতা

 

৬) ইন্টারটিশিয়াল সিস্ট

লক্ষণসমূহঃ

# ব্লাডারে সবসমর প্রসার অনুভব করা

# যৌনমিলনে ব্যথা অনুভব

# ভ্যাজাইনায় ব্যথা অনুভব

# অন্ডকোষে ব্যথা অনুভব

# ঘন ঘন প্রস্রাব হবে কিন্তু সামান্য পরিমাণে

 

৭) রাসায়নিক সংবেদনশীলতা

কিছু কিছু মানুষ রাসায়নিক জিনিসপত্রের প্রতি সংবেদনশীল থাকে।যেমন: সাবান,পারফিউম,সুগন্ধর যুক্ত টয়লেট পেপার,ভ্যাজাইনাল লুব্রিকেন্ট,কনট্রাচেপটিভ ফোম।এগুলো ব্যবহারে সচেতন তাকা উচিত।তবে খুবই কম মানুষের ক্ষেত্রে এ সমস্যা গুলো হয়

লক্ষণসমূহঃ

# অতিরিক্ত ঘাম হওয়া

# লাল হয়ে যাওয়া

# চুলকানি

# গোপনাঙ্গে অস্বস্তি অনুভব করা

 

৮) ভ্যাজাইনাল ইনফেকশন

“ট্রাইকোমোনাস ভ্যাজাইনিলিস” নামক ব্যাকটেরিয়ার কারণ এ রোগ হয়।

লক্ষণসমূহঃ

# ঘন্ধযুক্ত পুজ যাওয়া

# গোপনাঙ্গে চুলকানি

# যৌনমিলনে ব্যথা

# যোনীপথে অতিরিক্ত রক্তপাত হওয়া

 

৯) ঔষধ

ইউরিনারি ব্লাডার ক্যানসার এর চিকিৎসায় যে ঔষধ ব্যবহার করা হয় তার জন্য প্রস্রাব করতে জ্বালাপোড়া হয়

 

১০) ব্লাডার ক্যানসার

লক্ষণসমূহঃ

# অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব

# প্রস্রাবেরর স্পিড কমে যাওয়া

# কোমড়ের পেছনে ব্যথা হওয়া

# ক্ষুধামন্দা

# ওজন কমে যাওয়া

# পা ঘামানো

# হাড়ে ব্যথা

1 thought on “যে ১০টি কারণে প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *