A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

মরার পরে মৃত ব্যক্তির নড়াচড়া মানেই কি সে বেঁচে আছে ??

মরার পরে মৃত ব্যক্তির নড়াচড়া মানেই কি সে বেঁচে আছে ??

আমরা কেউ চাই না,আমাদের আত্মীয়-স্বজন আমাদের ছেড়ে চলে যাক।কেউ মৃত্যুবরণ করুক কিন্তু কেউ নিয়মের বাইরে নয়।আমরা হাসপাতালে অনেক আশা নিয়ে যাই।আমরা ধারণা নিয়ে যাই,আমাদের রোগীকে সুস্থ করে নিয়ে আসবো।রোগী মারা গেলে মেনে নিতে পারি না।অনেক সময় মৃত রোগী নড়াচড়া করে উঠে!!

মরার পরে মৃত মানুষের জেগে ওঠা, হঠাৎ নড়াচড়া করে ওঠা, এটা কি সম্ভব??

এটি খুবই রেয়ার ঘটনা।

কি কারনে হয় এটা???

নিন্মোক্ত তিন কারনে এটা সম্ভব তার মানে এই নয় যে মৃত মানুষ জীবিত হয়ে উঠেছে অথবা ডাক্তার ভুল করে মৃত ঘোষণা করেছে।

১. Rigor mortis (রাইগর মরটিস)
মৃত্যু পরবর্তী লাশের নড়াচড়া করা।
এটা মৃত্যুর ১-২ ঘন্টা পর মৃতের শরীরে জৈব রাসায়নিক পরিবর্তনের ফলে স্বাভাবিক ঘটনা। জীবিত অবস্থায় বিভিন্ন ঔষধ প্রয়োগের ফলে ও এইরুপ নড়াচড়া হতে পারে।

২. Cadaveric spasm (ক‍্যাডাভারিক স্পাজম)
মৃত্যুর ১-২ ঘন্টা পর লাশের পুরো শরীর খিচুনি দেয়া।

৩. Lazarus syndrome (লাজেরাজ সিন্ড্রোম)
মৃত ঘোষণার পর রোগির চোখ মেলে চেয়ে তাকানো, উঠে বসা, হাত পা নাড়ানো, এমনকি হাটাহাটি করা। বিশ্বে এমন নজির এখন পর্যন্ত ৩৯টি। ৩৯ তম ঘটনাটি প্রতিবেশি ভারতে ঘটেছে।

অনেক সময় শ্মশানে চিতায় আগুন দেয়ার সময় পুরো লাশের শরীর কেঁপে উঠে। এইগুলো জীবন ফিরে পাওয়া নয় বরং মৃত মানুষের স্বাভাবিক ঘটনা।

এইসব ঘটনার একটি ও মৃত মানুষ জীবিত হয় না। এই রকম ঘটনার জের ধরে মানুষ না জানার কারনে অজ্ঞতা বশত চিকিৎসক ও হাসপাতালে হামলা চালাচ্ছে, ভাংচুর করছে।

আমরা যে ডাক্তারদের ভুল বুঝে,অপমান করি বা আক্রমণ করি।এটা আমাদের লজ্জা।এর মাধ্যমে আমরা অন্য মূমুর্ষ রোগীকে সেবা পেতে বাধাগ্রস্ত করি।এতে ঐ রোগীর মৃত্যুও হতে পারে।

যদি কোন গাফিলতি থাকে তাহলে নিয়মতান্ত্রিক ভাবে অভিযোগ ও মামলা করুন কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সবাই নিরাপরাধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *