What is a frozen shoulder and why
হাতের সাথে কাঁধের যে সন্ধি তার নাম শোল্ডার।এই সন্ধিতে একধরনের প্রদাহ হলে তাকে ফ্রোজেন শোল্ডার বলে।এই সন্ধির ভেতরে সাইনোভিয়াল ক্যাপসুল থাকে।ক্যাপসুলের ভেতরে সাইমোভিয়াল ফ্লুইড নামক তরল ধীরে ধীরে কমে যায়।ফলে সাইনোভিয়াল ক্যাপসুল সংকুচিত হয়ে সন্ধি জমে যায় বা শক্ত হয়ে যায়।মুভ করানো যায় না।
ফ্রোজেন শোল্ডার কেন হয়ঃ
এ রোগের নির্দিষ্ট কারণ জানা যায়নি,তবে কিছু কারণ প্রভাবক হিসেবে কাজ করে-
# কাঁধের সন্ধিতে কোন আঘাত
# ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদি
# কোন কারণে দীর্ঘদিন সন্ধি যদি অকার্যকর থাকে যেমনঃ শয্যাশায়ী,বা পক্ষাঘাতগ্রস্ত রোগী
# ফুসফুস,হৃৎপিণ্ড বা হাতের অস্ত্রোপচারের পর
# থাইরয়েড সমস্যা
ফ্রোজেন শোল্ডার কাদের হয়ে থাকেঃ
বয়স্ক পুরুষ বা মহিলা যে কারো এ রোগ হতে পারে,বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে।
ফ্রোজেন শোল্ডার উপসর্গ সমূহ কি কি?
# কাঁধ শক্ত হয়ে যাওয়া
# কাঁধ থেকে হাত নাড়ানোর ক্ষমতা কমে যাওয়া
# হাতে দূর্বলতা
# পিঠ চুলকানো,জামায় হাত ডুকানো,চুল আছড়ানো ইত্যাদি কাজ করতে কষ্ট হওয়া
# আক্রান্ত পাশে কাত হয়ে শুতে বা ঘুমাতে কষ্ট হওয়া
ফ্রোজেন শোল্ডার রোগ নির্ণয়ঃ
সাধারণত রোগের ইতিহাস ও উপসর্গ থেকেই এ রোগ নির্ণয় করা যায়,তবে অন্য রোগ থেকে আলাদা করার জন্য কিছু রক্ত পরীক্ষা এবং হাড় ভাঙ্গার সন্দেহ মুক্ত হওয়ার জন্য কাঁধের এক্সরে করা প্রয়োজন।
ফ্রোজেন শোল্ডার চিকিৎসা কি?
এ রোগের চিকিৎসার জন্য কিছু ঔষধ এবং কিছু চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়।ব্যথা থাকলে ব্যথানাশক ঔষধ দেয়া হয়।
ঔষধ ছাড়া চিকিৎসা পদ্ধতি গুলোর মধ্যে রয়েছেঃ
# কিছু নিয়ম-কানুন মেনে চলা
# কিছু শেখানো পদ্ধতিতে ব্যায়াম করা
# কিছু ফিজিওথেরাপি দেয়া
# বেশী ব্যথা বা জয়েন্টের নড়াছড়ার ক্ষমতা বেশী কমে গেলে শোল্ডার জয়েন্টের ক্যাপসুলের ভিতরে স্টেরয়েড ইনজেকশন দেয়া হয়।
এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। কষ্টদায়ক হলেও প্রাণঘাতী নয়।সঠিক চিকিৎসা পেলে ষোল আনায় ভালো হয়ে যায়।
কৃতজ্ঞতা:-
ডাঃ মাহফুজুর রহমান
এমবিবিএস,এফসিপিএস
(ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন)
সিসিডি (ডায়াবেটিস -বারডেম)
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
চেম্বারঃ পার্কভিউ হসপিটাল লিমিটেড
চীফ কনসালটেন্ট,
খিদমাহ পেইন এন্ড পারালাইসিস কেয়ার
যোগাযোগ ও টেলিমেডিসিনঃ ০১৩১২- ৩৯৫ ৬৩৮