A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

চুলের জন্য পি আর পি (PRP Therapy) থেরাপি কেন করবেন ??

চুলের জন্য পি আর পি (PRP Therapy) থেরাপি ??

অসচেতনতা কিংবা না জানার কারণে বেশীরভাগ চুলপড়া ও টাকের রোগী মনে করেন এই রোগের কার্যকরী কোন চিকিৎসা নেই।ফলে সিংহভাগ রোগীই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিয়ে শেষ পর্যায়ে এসে কোন চিকিৎসায় ভালো ফল পান না।

 

বর্তমানে টাক ও চুল পড়া রোধে ৪ ধরনের চিকিৎসা প্রচলিতঃ

১) ঔষধ ও ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা

২) PRP (প্লাটিলেট রিচ প্লাজমা) থেরাপি ও লেজার লাইট থেরাপি

৩) চুল প্রতিস্থাপন

এটি জটিল ও সময় ও ব্যয় সাপেক্ষ বলে এদেশে জনপ্রিয়তা না পেলেও মূলত পিআরপি হচ্ছে টাকের স্থায়ী চিকিৎসা পদ্ধতি।

সব দিক বিবেচনায় ঔষধ ও ইনজেকশনের পাশাপাশি পি আর পি (PRP Therapy) থেরাপি হচ্ছে বতমান বিশ্বে প্রচলিত সুলভ মূল্যের কার্যকরী আধুনিক চিকিৎসার মধ্যে অন্যতম,যা ইদানিং আমাদের দেশেও প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে।

পি আর পি কি / PRP Therapy ?

 

রক্তের অণুচক্রিকা,বিভিন্ন প্রোটিন ও এনজাইমকে একত্রে পিআরপি / PRP বলে।এতে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর রয়েছে যা চুলের সার হিসেবেনকাজনকরে।যেমনটি জমির উর্বরতা বাড়াতে এবং দূর্বল রুগ্ন গাছকে সবল করতে সার ব্যবহৃত হয়।

 

পিআরপি কিভাবে সংগ্রহ করা হয় ?

রোগীর রক্ত সংগ্রহ করে মেশিনের সাহায্যে আলাদা করে প্লাটিলেট (অনুচক্রিকা) সংগ্রহ করা হয়,যা প্লাটিলেট রিচ প্লাজমা বা পি আর পি নামে পরিচিত।এটি মাথার চামড়ায় বিশেষ ধরনের মাইক্রোনিডেল (ডার্মারোলার/ডার্মাপেন) এবং চিকন ইনসুলিন সুই দিয়ে ইনজেকশান হিসেবে দেয়া হয়।

 

কতটুকু নিরাপদ এবং কেন দেয়া হয় ?  

 

# পিআরপি রোগীর নিজ রক্ত থেকে সংগ্রহ করা হয় বলে এটি শতভাগ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

# চুল পড়া বন্ধ করে, চুলের বৃদ্ধি ও মোটা হতে সাহায্য করে।

# প্রাথমিক পর্যায়ে ৪০ বছরের কম বয়সী রোগী ৩-৪ সপ্তাহে অন্তর ৬-১০ বার, এই থেরাপি নিলে ৫০-৮০ ভাগ চুল গজানোর সম্ভাবনা আছে।

 

পি আর পি থেরাপির খরচঃ

 

প্রতি সেশন খরচ ৩৫০০-৪৫০০/ হতে পারে

 

কৃতজ্ঞতা———————

ডাঃমহুয়া মজুমদার
এমবিবিএস, বিসিএস, ডিডিভি (বিএসএমএমইউ
(এডভান্স ট্রেনিং ইন সেক্সুয়াল মেডিসিন)
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
লেজার ও ডার্মাটো সার্জারী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
এক্স আমেরিকান হাসপাতাল (আগ্রাবাদ)
মেম্বার অব আমেরিকান একাডেমি অব এস্থেটিক মেডিসিন।
(চেম্বার)
কেয়ার ল্যাব
চট্টগ্রাম মেডিকেল কলেজের বিপরীত পাশে, সোনালী ব্যাংকের গলি, চট্টগ্রাম
রোগী দেখার সময়ঃ 
শনি, রবি, বুধ ও বৃহস্পতিবার
সময়ঃ
বিকাল ৫টা – রাত ৯ টা পর্যন্ত।
সিরিয়ালঃ 01749-120703

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *