What is colonoscopy, why, how
কোলনোস্কপি একটি টেস্ট যা দিয়ে ডাক্তার কোলনের ভেতরের অংশ পরীক্ষা করেন। এর পাইপ একটি ৪ফিট লম্বা,ফেক্সিবল,এক আঙ্গুলের সমান মোটা হবে।এর মাথায় একটি ক্যামেরা থাকে,লাইটসহ।এর অগ্রভাগ পায়ুপথে প্রবেশ করানো হয় এবং খুবই আস্তে আস্তে মুভ করানো হয়।এটি একটি ব্যথামুক্ত পরীক্ষা।
# কেন করা হয়
১)বিভিন্ন রোগে কোলনোস্কপি করা হয়।
২) কমন কারণটা হচ্ছে “কোলন ক্যান্সার”।
৩) পায়খানার সাথে যদি রক্ত যায়,
৪) তলপেটে প্রায়ই ব্যথা করলে,নিয়মিত ডায়রিয়া,
৫) পেটের মধ্য অযাচিত অস্বস্তি দেখা দিলে,
৬) কলোনি এক্স-রে তে এবনরমাল কিছু পাওয়া গেলে।
৭) এক্সিয়াল টমোগ্রাফিতে(CT scan) কিছু পাওয়া গেলে।
ইসিজি কি কেন কিভাবে এবং সর্তকতা
প্রস্তুতি:
# Butterfly needle(23 cc)——————————————————–1 piece
# Disposalble syringe(5 cc)—————————————————–1 piece
# Inj 5% DNS/DIASOL (1000 cc)———————————————– 1 piece
(ডায়াবেটিস না থাকলে DNS আর ডায়াবেটিস থাকলে DIASOL)
# Saline Set————————————————————————-1 piece
# Inj Hysomide (20mg)———————————————————-2 ampul
# Tab.LAXENA/DURALEX———————————————————2 piece (পরীক্ষা করার আগে রাতে)
# OSMOSOL/MANISOL (20%)—————————————————-500 ml
(পরীক্ষার দিন ভোরে ৪টা থেকে ৫টার মধ্যে খালি পেটে খাবেন)
এম আর আই(MRI Test) টেস্ট কি ও কেন করা হয় এবং সর্তকতা
১) পরীক্ষার ৩দিন আগে থেকে আশঁযুক্ত খাবার খাবেন না যেমন: মাংস,শাক-সবজি,ফল,বাদাম,ডাল খাবেন না।উক্ত ৩দিন মাছ ও মাছের ঝোল দিয়ে ভাত খাবেন।——-দুপুর পর্যন্ত
২) AVOLAC syrup ১৫ মিলি (৩চামচ) ২ বার করে ৩দিন খাবেন
৩) ১২ ঘন্টা আগে থেকে অর্থাৎ পূর্বের দিন দুপুর হতে পরিস্কার তরল খাবার যেমন: গ্লুকোজের শরবত,চিনির শরবত খাবেন।(ডায়াবেটিস থাকলে ডাবের পানি,খাবার স্যালাইন খাবেন।শক্ত খাবার খাবেন না)
৪) পরীক্ষা করার নির্ধারিত সময়ের ১ ঘন্টা পূর্বে চলে আসবেন।
৫) পরীক্ষা আগের দিন থেকে পরীক্ষা সমাপ্ত না হওয়া পযন্ত শক্ত-অর্ধ শক্ত খাবার খাবেন না।
৬) আয়রন ও আয়রনযুক্ত ঔষধ ৩দিন আগে থেকে পরিহার করুন।এন্টিস্পাসমোডিক ঔষধ যেমন: বুটাপেন,ইমোটিল খাওয়া বন্ধ রাখুন।
৭) আপনার রেফারিং ডাক্তারের চিকিৎসাপত্র কোলনোস্কপি যিনি করবেন উনাকে পূর্বেই দেখিয়ে নিবেন।
৮) অত্যাবশ্যকীয় ঔষধ যেমন: হার্টের ঔষধ খেয়ে নিন।
৯) আপনার গুরুত্বপূর্ণ অসুস্থতা থাকলে পূর্বেই ডাক্তারকে অবহিত করুন
হরমোন টেস্ট: আপনার যা অবশ্যই জানা উচিত
টেস্ট করার পর:
# রোগীকে ১ ঘন্টা অবজারবেশনে রাখা হয়।
পাশ্বপ্রতিক্রিয়া:
# সামান্য ব্যথা হতে পারে।
# পেটে গ্যাস জমতে পারে তবে সর্বোচ্চ ১ দিনের জন্য।এর বেশী হলে ডাক্তারকে অবহিত করুন।
# কোলনোস্কপির পর পায়খানার সাথে সামান্য ফ্রেশ ব্লাড বা ক্লট ব্লাড যেতে পারে।তবে কয়েকদিন এরকম হলে ডাক্তারকে অবহিত করুন।