# কাঁধে ব্যথা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত রোগ।
# নানাবিধ কারণেই এই ব্যথা হতে পারে। কাঁধে ব্যথা হঠাৎ করে অথবা দীর্ঘমেয়াদী হতে পারে। হঠাৎ বা একিউট কারণ হিসেবে
কাঁধে আঘাত, হাড় ভাংগা বা সারভাইকেল রেডিকুলোপ্যাথি হতে পারে। আর দীর্ঘমেয়াদি কারণ হিসেবে কাঁধের চারপাশের
মাংসপেশির টেন্ডিনাইটিস, টেন্ডন এ চাপ পড়া, টেন্ডন ছিঁড়ে যাওয়া বা ফ্রোজেন সোল্ডার হতে পারে।
# কাঁধের ব্যথা ঘাঁড়, হার্ট, ফুসফুস বা পেটের বিভিন্ন অংগের রোগেও হতে পারে।
# তাই কাঁধে ব্যথার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা করা অত্যন্ত জরুরী।
**পাদটীকা–
^ কাঁধে ব্যথা মানেই ফ্রোজেন সোল্ডার নয়।
^ কাঁধে ব্যথা মানেই সর্বদা কাঁধের রোগ নয়।
ডাঃ আবদুল্লাহ আল মোর্শেদ
বিশেষজ্ঞ রিউম্যাটোলজিস্ট
এপিক হেলথ কেয়ার লিঃ