এম আর আই (MRI Test) কি ?
ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং বা এম আর আই (MRI Test)একটি ব্যথামুক্ত ইমেজিং টেস্ট।এর মাধ্যমে শরীরে ভেতরকার (অর্গান,রক্তনালী, টিস্যু)বিভিন্ন ছবি নেয়া হয়।এটি একটি শক্তিশালী ও নিখুঁত পরীক্ষা।যখন ডাক্তার বিভিন্ন টেস্ট করার পরেও রোগের ব্যাপারে নিশ্চিত হতে পারেন না তখন এম আর আই করতে বলেন।
এম আর আই টেস্ট (MRI Test) কেন করা হয়?
# এই টেস্ট দিয়ে শরীরের প্রতিটি টিস্যুর অবস্থা বুঝা সম্ভব
# সাধারণত ব্রেইন ও স্পাইনাল কর্ড এর অবস্থা বুঝার জন্য
# শরীরে কোন টিউমার আছে কিনা দেখার জন্য
# স্পোর্টস ইনজুরিতে লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েেছে কিনা
# দূর্ঘটনায় মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা বুঝার জন্য
# ক্রিটিক্যাল রোগের জন্য এই টেস্ট একটি যুগান্তকারী আবিষ্কার
এম আর আই খরচ কত ?
সাধারণত ৩৫০০ – ২৫,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।এটা রোগীর টেস্টের উপর নির্ভর করবে।
রোগীর প্রস্তুতি:
# পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে হাসপাতাল পৌছাতে হবে
# রোগীকে যে সেফটি গাউন দেয়া হয় তা পড়তে হবে
# শরীরে কোন ধরনের লোহা বা জুয়েলারি বা পিন এ জাতীয় কিছু রাখবেন না
# রোগীর হাতের কাছে একটি সেফটি সুইচ থাকে, শরীর খারাপ লাগলে ঐ সুইচ দিয়ে জানাবেন
# এম আর আই টেস্ট যেহেতু একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড সেহেতু রোগীর কানে যে হেডফোন বাঁ ইয়ার প্লাগ দেয়া হয় তা খোলা যাবে না।তাছাড়া প্রচুর শব্দ হয়।
# রোগীর এটেন্ডেন্স সাথে টেস্ট রুমে না যাওয়ায় ভালো
# শিশুদের ক্ষেত্রে বিশেষ সর্তকতা নিতে হবে
ইসিজি কি কেন কিভাবে এবং সর্তকতা
# রোগীর নিমোক্ত ব্যাপার গুলো থাকলে তা ডাক্তারকে জানাতে হবে যেমন–
১) পেসমেকার থাকলে
২) কানে ইমপ্ল্যান্ট থাকলে
৩) কৃত্রিম হার্ট ভাল্ব লাগালে
৪) কোন ধরনের মেডিসিন ডিভাইস শরীরে থাকলে
৫) কৃত্রিম অঙ্গ বা ধাতব পাত থাকলে
সর্তকতা:
# প্রেগন্যান্ট মহিলাদের এম আর আই টেস্ট করা উচিত নয়।
এম আর আই এর পার্শ্বপ্রতিক্রিয়া—-
# রোগীর যদি এলার্জি থাকে তাহলে যে ডাই বা কন্ট্রাস্ট দেয়া তাতে রোগীর এলার্জির বেড়ে যেতে পারে।
# ম্যাগনেটিক এনভায়রোনমেন্টে থাকার জন্য কিছু রোগীর শারীরিক দূর্বলতা লাগতে পারে।