A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

এক্স-রে(X-ray Test) করার আগে যা জানা উচিত

এক্সরে

What to know before doing X-rays

এক্স-রে (X-ray) একটি কমন ইমেজিং টেস্ট। এর মাধ্যমে ডাক্তার কোন কাটা-ছেড়া ছাড়া খুব সহজে শরীরে ভেতর দেখতে পারন এবং এর মাধ্যমে রোগ সনাক্ত করা যায়।এক্স-রে করার আগে আমাদের কিছু বিষয় জানা উচিত।এর মাধ্যমে এক্স-রের ক্ষতিকারক দিক সর্ম্পকে সর্তক হতে পারবো।

 

এক্স-রে করার সময় যেসব ব্যাপার মেনে চলতে হবেঃ

 

# শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এক্স-রে করা উচিত।

# ঢোলা-ঢালা কাপড় পড়া উচিত তাতে এক্স-রে করতে পজিশন নিতে সুবিধা হয়।ব্যাক পেইন হবার সম্ভাবনা কমে যায়।

# শরীরে যদি কোন জুয়েলারি বা মেটাল আইটেম থাকে তাহলে খুলে ফেলবেন কারণ এগুলো দ্বারা এক্স-রে বিম বাঁধা পায়।

# রোগীর শরীরে যদি কোন সা র্জারীর কারণে “মেটাল বডি” থাকে তবে তা “টেকনোলজিস্ট “কে জানাবেন।

# রোগী যদি প্রেগন্যান্ট হন বা প্রেগন্যান্ট হয়েছে এরকম অনুভূতি হয় তবে এক্স-রে করার আগে ডাক্তারকে জানাবেন। প্রয়োজন বোধে রোগীকে “এমআরআই” অথবা “সিটি স্ক্যান” রেফার করবে।

# যদি এক্স-রে করতেই হয়,তবে “পেলভিক রিজন” এর উপর “শিল্ড” ব্যবহার করতে হবে এবং এক্সপোজার ডোজ কমিয়ে দিবে।

# রোগী যদি বাচ্চা হয় তবে চেষ্টা করতে হবে একবারেই যাতে ফিল্ম নেয়া যায়।

# কোন ভাবেই একদিনে ৩ বারের অধিক “এক্সপোজ” দেয়া উচিত নয়।

# কিছু এক্স-রের ক্ষেত্রে “কনট্রাস্ট ডাই ” ব্যবহার জরতে হয়।এগুলো রোগীকে মুখে খাওয়ানো হয়,ইনজেক্ট করা অথনা “এনিমা” হিসেবে দেয়া হয়।

# “কনট্রস্ট ডাই” দেয়ার রোগীর সামান্য অস্বস্তি বোধ করতে পারে।

# “গ্যাস্ট্রোইন্টেসটিনাল” ট্রাকে এক্স-রে ডাক্তারকে বিশেষ কোন গাইডলাইন আছে কিনা জিজ্ঞাসা করা উচিত।

# ল্যাব থেকে এক্স-রে রিপোর্ট নেয়ার সময় এক্স-রে ফিল্মের আইডি ও আপনার আইডি দেখে নিবেন।

# নরমালি এক্স-রের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।তবে কিছু রোগীর ক্ষেত্রে এলার্জি সেনসিটিভ হবার কারণে চামড়া লাল হয়ে যায়।

# এক্স রে ২ ভাবে করা হয় # রিপোর্ট সহ # রিপোর্ট ছাড়া।তাই করার আগে জেনে নিবেন।

1 thought on “এক্স-রে(X-ray Test) করার আগে যা জানা উচিত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *