A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
নিউরোলজিস্ট কি এবং কি ধরনের সেবা দেন

নিউরোলজি বা নিউরোমেডিসিন কি ?

নিউরোলজি বা নিউরোমেডিসিন বা NeuroMedicine হল চিকিৎসা শাস্ত্রের একটি বিভাগ, যা মানুষের শরীরের নার্ভ সিস্টেম নিয়ে কাজ করে।নার্ভ সিস্টেম খুবই জটিল ও স্পর্শকাতর  এবং এটি পুরো শরীরে ছড়িয়ে আছে।

 

নার্ভ বা নার্ভাস সিস্টেম ২ ভাগে বিভক্তঃ

# সেন্ট্রাল নার্ভাস সিস্টেম

# পেরিফেরাল নার্ভাস সিস্টেম

 

নিউরোলজিস্ট কি ?

একজন ডাক্তার যিনি রোগীর নার্ভ বা নার্ভাস সিস্টেম নিয়ে কাজ করেন বা চিকিৎসা দেন,তাকে নিউরোলজিস্ট (Neurologist) বা নিউরোমেডিসিন স্পেশালিষ্ট (NeuroMedicine Specialist) বলে।

চট্টগ্রামের সেরা ১০ নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার

নিউরো সমস্যা গুলোর লক্ষণঃ

# শারীরিক কাজে অক্ষমতা

# মাংশপেশীর দূর্বলতা

# ইন্দ্রিয়শক্তির দূর্বলতা

# কথাবার্তা, কাজে-কর্মে কনফিউজড হয়ে যাওয়া

# চোখে হঠাৎ ঝাপসা দেখা

# ঘন ঘন মাথা ব্যথা

নিউরোলজিস্ট/ Neurologist কি ধরনের রোগ নিয়ে কাজ করেঃ

# স্নায়বিক সমস্যা

# ব্রেন স্ট্রোক

# ডিমনেশিয়া

# এমনেশিয়া

# নার্ভ বা স্নায়ু সবল করা

# মস্তিষ্কে রক্ত জমে যাওয়া(এটা অপারেশন করতে হয় নিউরো-সার্জন দিয়ে)

# মোটর নিউরন ডিজিজ

# ব্রেইন টিউমার

# মৃগীরোগ

# স্পাইনাল কর্ড ডিসঅর্ডার

# কথা বলার সমস্যা (নার্ভের সমস্যা হলে রোগী জিহ্বা নাড়াতে পারে না)

নিউরোলজিস্ট/ Neurologist সাধারণত কি ধরণের টেস্ট দেনঃ

# MRI

# CT Scan

# x-ray

# CBC

# Urine R/E

# CRP

# ECG etc

সম্পাদনাঃ

ডাঃ মুঃ ইসমাইল হোসেন
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এম এস(নিউরো সার্জারী)
ব্রেইন ও স্পাইন সার্জন
ক্লিনিক্যাল নিউরোসার্জারী বিভাগ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল, ঢাকা

 

চট্টগ্রাম_চেম্বার
রোগী দেখার সময়ঃ বৃহস্পতিবার, বিকাল ৫টা – রাত ৯টা
শুক্রবার, সকাল ৯টা – দুপুর ১২ টা
রুম নং-৩১৮
সিরিয়ালঃ ০১৯৭৫-১১৩৪১২,০৩১-৬৫৭৯০১,০৩১-২৫৫৫০৭১,০১৯৭৬-০২২১১১
# পার্কভিউ হাসপাতাল

ঢাকা_চেম্বারঃ
রোগী দখার সময়ঃ শনি থেকে বুধবার
বিকাল ৫টা থেকে রাত ৯টা
সিরিয়াল; ০১৯৫৮-৩৩৯ ৩৩৯
৭০ গ্রীণ রোড,পান্থপথ ক্রসিং,ঢাকা-১২০৫
# স্যোশাল ইসলামী ব্যাংক হাসপাতাল

নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ কি এবং কি ধরনের সেবা দেন

18 thoughts on “নিউরোলজিস্ট বা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ কি এবং কি ধরনের সেবা দেন

  1. আসলে আমি পরীক্ষার সময় খুব নার্ভাস হয়ে পড়ি।ফলে আমি ঠিকভাবে exam দিতে পারি না।এজন্য আমার কোন ডাক্তার এর পরামর্শ নিলে ভালো হবে?

  2. পায়ের তলায় ব্যথা ও পিঠে বাম পাশে দুখ্খু ও পিঠে পুড়ে আসে

  3. আমার বাবার আজকে বেশ কিছুদিন যাবত পা ফোলা কোন ডাক্তার দেখালে ভালো হবে.?

    1. অনেক সময় কিডনিতে সমস্যা হলেও পা ফুলে যায়

  4. আপনি চট্টগ্রামে কোথাই বসেন, একটু বল্লে উপকৃত হোতাম,

  5. আসসালামু আলাইকুম, আমার খুব মাথা ব্যথা হয়,অনেক ডাক্তার দেখিয়েছি ভালো হয় নাই, কোন ডাক্তারের কাছে যাবো এবং ভালো একজন ডাক্তারের পরামর্শ চাই, দয়া করে জানাবেন প্লীজ।

  6. আমার শরীল আমার সাথে আছে কিনা তা আমার কাছে লাগে না, আবার মাজে মাজে মাথা বেথা করে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না এটা কি সমস্যা

  7. সারাক্ষণ শুধু মাথার ভিতর দুনিয়ার যতো কথা আছে মনে পরে, নিজের অজান্তেই কথা,গান বাজতে থাকে,আমার মনে হয় মনের ভিতর জীবন্ত মানুষ বসবাস করে, নামাজ পরার সময়,ঘুমাতে গেলে অতীত এর কথা মনে পরে, আর নামাজে মন দিতে পারে না, ঘুমাতেও।সারাক্ষণ বুক ধরফর করে,সারাদিন সারাক্ষণ শুধু মাথা ঝিম মেরে থাকে, অল্পতেই মেজাজ খিটখিটে হয়ে জায়।মেজাজ চরম গরম থাকে,কারো জানা থাকলে বলবেন কি কোন ডাক্তার দেখাতে পারবে।

  8. আবল তাবল বলাবলি করে এবং একঘেয়েমি করে তার জন্য কি ধরনের চিকিৎসা দেওয়া যাবে

  9. আমার দীর্ঘদিন যাবত পিঠের মেরুদণ্ড ও কোমরের দুপাশে ব্যাথা করছে। কোন ডাক্তার দেখাতে পারি?

  10. আমার পিঠে ও ঘাড়ে ব্যাথা হয় পরে বাম হাত অবশ এখন আমিলোন ডাক্তার দেখাবো

  11. আমার গলায় সমস্যা গলায় থুথু জমে কফ জমে গলা ব্লক হয়ে যায় রাতে ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে পারিনা
    কেন ডক্টর দেখাবো একটু বলবেন প্লিজ

  12. মাথায় প্রচন্ড জ্বালাপোড়া হয় এটার কারন কি?

  13. আমার বাবার দু পা ব‍্যাথা আর সারাখন অবস থাকে এটা কোন ডাক্তার দেখানো উচিত প্লিজ কেউ যদি বলতেন?

  14. আমার মা আজ থেকে প্রায় আড়াই বছর আগে স্ট্রোক করে ফলে একপাশ ডান হাত ও পা অবশ হয়ে যায়। প্রথমে একজন প্যারালাইজড বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাইছিলাম কিন্তু পুরোপুরি ভালো হয়নি তাই নিউরোলজিস্ট কে দেখায়ছিলাম কিন্তু তাতেও কোন উন্নতি হয়নি। এখন আমার মাকে কোন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *