A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
ড্রাগ টেস্ট

ইউরিন ড্রাগ টেস্টকে, ইউরিন ড্রাগ  স্ক্রিনিং বা ইউডিএস বলে।এটি একটি ব্যথামুক্ত টেস্ট।এটি খুব বেশী কমন টেস্ট নয় বরং প্রেসক্রাইড টেস্ট।এর মাধ্যমে রোগীর শরীরে অবৈধ মাদক ও ঔষধ আছে কিনা নিশ্চিত করা হয়।

স্যাম্পলঃ প্রস্রাব ( ২৪ ঘণ্টা/মর্নিং)

সাধারণত নিম্নের ড্রাগ গুলো চেক করা হয়ঃ

# আম্পিটামিন

# মেথাআম্পিটামিন

# বেনযোডিয়াযেপিন

# বারবিটুরেটস

# মারিজুয়ানা

# কোকেইন

# পিসিপি

# মেথাডোন

# অপিডস

 

চট্টগ্রামে সাধারণত  ৫ ধরনের ড্রাগের পরীক্ষা করা হয়।এলকোহলও ড্রাগ স্ক্রিনিং টেস্টের অন্তর্ভুক্ত। তবে এটি নিশ্বাস পরীক্ষার মাধ্যমে করা হয়।

ড্রাগ টেস্ট কেন করা হয়ঃ

# সরকারী-বেসরকারী অনেক গুলো জবে জয়েন করার প্রথম শর্ত,প্রার্থীকে মাদকমুক্ত হতে হবে।

# ডাক্তারের চিকিৎসার সুবিধার জন্য।

# রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে সদস্যদের চিকিৎসার অগ্রগতি বুঝার জন্য।

 

সর্তকতাঃ

# খুবই সেনসিটিভ টেস্ট, তাই প্রিপারেশন না নিয়ে টেস্ট করাবেন না।

# ৪৮ ঘন্টা আগে থেকে চা-সিগারেট বন্ধ করতে হবে।

# কলা,টমেটো,আনারস,তরমুজ,খেজুর ইত্যাদি ৪৮ ঘন্টা আগে থেকে খাওয়া বন্ধ রাখতে হবে।

# রোগী যদি মাইগ্রেনের  ঔষধ নেয়,তাহলে স্যাম্পল দেয়ার আগে জানাতে হবে।

# ৪৮ ঘন্টা আগে থেকে ভিটামিন-বি জাতীয় ঔষধ খাওয়া বন্ধ রাখতে হবে।

# ব্যথার ও কাশির ঔষধ বন্ধ রাখতে হবে।

# সর্বোপরি ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।

ড্রাগ টেস্ট (Drug Test) না জানলে চাকরীটা যাবে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *