A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
ইউরোলজিস্ট কি এবং কি ধরনের সেবা দিয়ে থাকেন

প্রাচীনকাল থেকেই ডাক্তারগণ রোগীর রোগ বুঝার জন্য প্রস্রাবের রং,গন্ধ এগুলো পরীক্ষা করতেন।তাছাড়া প্রস্রাবের মধ্যে রক্ত,বুদবুদ বা অস্বাভাবিক বস্তু পরীক্ষা করতেন।আমাদের দেশে অপরিচ্ছন্ন জীবনযাপনের দরুন প্রচুর মানুষ প্রস্রাবের ইনফেকশনে ভুগেন।

বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের অনেক গুলোর শাখার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা হলো “ইউরোলজি”।এটি মানুষের মূত্রতন্ত্রের (ব্লাডার, ইউরেথ্রা,এড্রেনাল গ্ল্যান্ড,প্রস্টেট,টেস্টিকল,ওভারি) নিয়ে কাজ করে।

ইউরোলজিস্ট মানুষের মূততন্ত্রের রোগ গুলোর চিকিৎসা দিয়ে থাকেন।তিনি প্রস্টেট,টেস্টিকল,ওভারি,পেনিস এগুলোরও চিকিৎসা করে থাকেন।উনারা অপারেশনও করে থাকেন।

 

 

মূত্রতন্ত্রের রোগের লক্ষণঃ

# প্রস্রাবে রক্ত যাওয়া

# ব্লাডারে কন্ট্রোল না থাকা

# প্রস্রাবে জ্বালা-পোড়া

# ব্যাক পেইন করা

# তলপেটে ব্যথা করা

# যৌনমিলনের সময় ইরেকশনে সমস্যা হওয়া

চট্টগ্রামের সেরা ১০ প্রসূতী ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার

 

 

ইউরোলজিস্ট/ Urologist কি ধরনের রোগের চিকিৎসা করে থাকেনঃ

# ক্যান্সার(ব্লাডার,পেনিস,টেস্টিকল,এড্রেনাল গ্ল্যান্ড)

# প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট

# ইরেকটাইল ডিসফাংশান

#৷ মূত্রতন্ত্রের ইনফেকশন

# স্ক্রোটাম এনলার্জমেন্ট

# প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া

# প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া

# কিডনীতে পাথর হওয়া

# ওভার একটিভ ব্লাডার

# প্রস্রাবে কন্ট্রোল না থাকা

# বাচ্চাদের রাতে বিছানায় প্রস্রাব করা

# টেস্টিকলে ব্যথা হওয়া

চট্টগ্রামের সেরা ১০ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার

 

 

ইউরোলজিস্ট/ Urologist সাধারণত যেসব পরীক্ষা দিয়ে থাকেনঃ

# Urine R/E

# Urine C/S

# CBC

# X-ray of KUV

# Cystoscopy

# Ureteroscopy

# Prostate Biopsy

অর্থোপেডিক ডাক্তার কি এবং কি ধরণের সেবা দেন ?

ইউরোলজিস্ট (Urologist) কি এবং কি ধরনের সেবা প্রদান করেন

3 thoughts on “ইউরোলজিস্ট (Urologist) কি এবং কি ধরনের সেবা প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *