নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য সরকার নির্যাতিত নারীদের কে আইনি সহয়াতা প্রদান করার জন্য এই কেন্দ্রটি গড়ে তুলেন।
এখানে ভিকটিম এর পরীক্ষা নিরীক্ষা করার পর তা পুলিশ অভিহিত করা হয় যেন অপরাধীর বিরুদ্ধে তরিত ব্যবস্থা নেয় সাথে সাথেঐ ভিকটিম এর চিকিৎসার ও ব্যবস্থা এখানে করা হয়।
এখানে সাধারণত রেপ,যৌতুক,স্বামীর নিকট নির্যাতন ইত্যাদি নিয়ে কাজ করে এবং অপরাধী শনাক্ত করন ও ডি এন এ টেস্ট এর মাধ্যমে paternity নির্ধারণে বা সন্তানের বাবা/ মা নির্দেশ করনে সাহায্য করে।আরও অনেক কাজে এই ডি এন এ পরীক্ষা সহয়াতা করে,,,,,