hb electrophoresis test কি ?
হিমোগ্লোবিন ইলেক্ট্রোপোরেসিস (Hb Electroporesis) একটি ডায়াগনস্টিক টেস্ট যার মাধ্যমে শরীরের লাল রক্তকণার বা আরবিসি’র(RBC) মধ্যে হিমগ্লবিন কি পরিমাণ আছে মাপা হয়।হিমোগ্লোবিন লাল রক্তকণিকা বা আরবিসির(RBC) প্রোটিন অংশ যা অক্সিজেন বহন করে।
চট্টগ্রামের সেরা ১০ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার
জেনেটিক মিউটেশনের কারণে শরীরে ভুল পদ্ধতিতে হিমোগ্লোবিন উৎপন্ন হয়।এসব হিমোগ্লোবিন শরীরের পর্যাপ্ত অক্সিজেন পরিবহন করতে পারে না।এতে শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করতে পারে না।সঠিন হিমোগ্লোবিন এর পরিমাণ জানতে তাই এ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ।
শরীরে বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন রয়েছেঃ
# হিমোগ্লোবিন এফ
# হিমোগ্লোবিন এ
# হিমোগ্লোবিন সি
# হিমোগ্লোবিন ডি
# হিমোগ্লোবিন ই
# হিমোগ্লোবিন এম
# হিমোগ্লোবিন এস
নরমাল রেঞ্জঃ
In infant
Age Haemoglobin F percentage
Newborn 60%-80%
1+year 2%
In adult
Haemoglobin A 95% – 98%
Haemoglobin A2 2% – 3%
Haemoglobin F. 1% – 2 %
Haemoglobin S. 0%
Haemoglobin C 0%%
হিমোগ্লোবিন ইলেক্টোপোরেসিস কেন করা হয়ঃ
# রুটিন চেকআপ হিসেবে
# রক্তরোগ পরীক্ষা করার জন্য যেমনঃ
— sickle celle anaemia
— Thalassemia
— Polycythemia vera
#চিকিৎসার অগ্রগতি বুঝার জন্য
# জেনেটিক কো-অর্ডিনেশন ঠিক আছে কিনা বুঝার জন্য
স্যাম্পলঃ রক্ত/whole blood
সর্তকতাঃ
# ১২ সপ্তাহের মধ্যে রোগী যদি রক্ত গ্রহণ করে।তাহলে এ টেস্ট করানো যাবে না।রিপোর্ট ভুল আসবে।
কখন করাবেনঃ
# বাচ্চাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি নিয়ে ডাক্তার প্রয়োজন মনে করলে
# হঠাৎ ক্লান্তি অনুভব করলে
# শরীরের চামড়া ফ্যাকাশে হয়ে গেলে
# জন্ডিস
# পুরো শরীরে প্রচন্ড ব্যথা
# বাচ্চাদের শরীর বৃদ্ধি জনিত সমস্যায়