সার্জারি বিভাগীয় প্রধান হিসাবে আছেন সহযোগী অধ্যাপক ডাঃনূরুল হোসেন ভুঁইয়া (শাহীন)
সার্জারি ডিপার্টমেন্ট কে ৩ টি ইউনিট এ ভাগ করা সেবা দেওয়া হচ্ছে।এক এক ইউনিটে রুগীর ভর্তির দিন এক এক দিন।
যেমন:
#ইউনিট-১ এর প্রধান হলেন ডাঃনূরুল হোসেন ভুঁইয়া(শাহীন)
এই ইউনিটের আন্ডারে ভর্তি হতে হলে আপনাকে শনিবার ও মঙ্গল বার ভর্তি হতে হবে।
# ইউনিট-২ এর প্রধান হলেন ডা:মতিয়ুর রহমান খান(এম আর খান)
এই ইউনিটে ভর্তি হয় রবি ও বুধবারে।
#ইউনিট-৩ এর প্রধান ডাঃসাইফুল ইসলাম।তার আন্ডারে ভর্তি হতে হলে সোমবার ও বৃহঃপতি বার হতে হবে।