A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

মেডিকেল টেকনোলজিস্টঃ যার উপর আপনার ডাক্তারের সঠিক চিকিৎসা নির্ভর করে

hello doctor ctg

Medical Technologist: On which your proper treatment depends

আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই,হাসপাতালে নার্সের সেবায় সুস্থ হয়ে উঠি।উনারা আমাদের চোখের সামনে থাকেন এবং উনাদের সাথেই আমাদের ভাবের আদান-প্রদান বেশী হয়।তাই আমরা ভেবেই নিই,চিকিৎসা জগৎ মানে ডাক্তার আর নার্স।কিন্তু আমাদের সুস্থতায় আমরা আরেকজনের অবদান ভুলে যায়,তিনি হলেন মেডিক্যাল টেকনোলজিস্ট।

তিনি লোকচক্ষুর আড়ালে থেকে আমাদের রোগ নির্ণয় করেন।নিজের জীবনের ঝুকি নিয়ে আমাদের স্যাম্পল সংগ্রহ থেকে শুরু নিবিড়ভাবে ও যত্নের সাথে পরীক্ষা করেন।উনার পরীক্ষার রিপোর্টের উপর আমাদের চিকিৎসা কি হবে,কেমন হবে তা নির্ভর করে।উনার একটি ভুল রিপোর্ট রোগীর জীবন ঝুঁকিতে ফেলতে পারে।পুরো চিকিৎসা ব্যবস্থা আসলে একটি ট্রায়াঙ্গেলের উপর নির্ভর করে।র যে কোন একটি ব্যর্থ হলে রোগীর জীবন সংকটে পড়ে যায়।

আপনার আরোগ্য নির্ভর করে ডাক্তারের উপর,

আপনার সেবা নির্ভর করে নার্সের উপর,

আপনার চিকিৎসা নির্ভর করে টেকনোলজিস্টের উপর,

একজন রোগীর চিকিৎসার শুরুই হয় মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে,আসুন জেনে নিই উনাদের অবদান গুলো সম্পর্কে:

 

# একজন সুস্থ মানুষের অসুস্থতার কারণ খুঁজে বের করেন।

# একজন অসুস্থ মানুষের সুস্থ হওয়ার কারণ বের করেন।

# যে কোন মহামারী রোগের কারণ খুঁজে বের করার প্রধান কারিগর।

# একজন ডাক্তারের চিকিৎসার  অন্যতম সহযোগী।

# রোগীর জন্য এন্টিবায়োটিক এর মাত্রা নির্ধারণকারী।

# রোগীর জন্য কার্যকরী এন্টিবায়োটিক খুঁজে বের করেন।

# নিজে সংক্রমিত হবে জেনেও যে কোন সংক্রামক রোগীর স্যাম্পল কালকেকশন করেন।

# আপনার জন্য সঠিক রিপোর্ট তৈরী করেন যা দেয়ার পর রোগীর কার্যকরী চিকিৎসা শুরু হয়।

# ডিএনএ টেস্ট করার মাধ্যমে সন্দেহজনক পিতৃত্ব নির্ণয় করেন।

# ডিএনএ টেস্ট এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় নির্ণয় করেন।

# ফুড সেফটি ল্যাবে খাদ্যের ভেজাল নির্ণয় করেন।

# ড্রাগ টেস্টিং ল্যাবে ঔষধের গুণগত মান নির্ণয় করেন।

# যে কোন রোগের গবেষণায় সায়েন্টফিক অফিসার ও ফিল্ড সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

#নিজে রেডিয়েশন সহ্য করেও,আপনার জরুরি মূহুর্তে আপনার পাশে থাকে।

# সর্বোপরি একজন টেকনোলজিস্ট আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনার রোগ নির্ণয়ের মাধ্যমে আপনার সেবায় নিয়োজিত।

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *