A Leading Doctor information Site In Chittagong

d2
d1
WhatsApp Image 2025-04-21 at 22.16.33_3e14866c
kk
4
a5
a3
5
dr3 (1)

পিপিই কি,কেন দরকার এবং আমাদের ভাওতাবাজি

PPE

পিপিই(Personal Protective Equipment), বর্তমানে সবচেয়ে আলোচিত টপিক।অনেকেই জানি, তবে আমরা বেশীরভাগই জানি না।এটা কি?

পিপিই কিন্তু এখন ব্যবহার হচ্ছে এমন কিছু না,অনেক আগে থেকেই পিপিই ব্যবহার হচ্ছে।পিপিই এমন একটি বিশেষ ডিজাইনকৃত কাপড় ও ইন্সট্রুমেন্ট সেট যা পরিধানকৃত ব্যক্তিকে কর্মস্থানের “বায়ো-হ্যাজার্ড” ও “জীবাণু” থেকে রক্ষা করে।এটি মানুষকে অতিরিক্ত তাপমাত্রা, বিষাক্ত ধোয়া,টক্সিক কেমিকেল, পোকামাকড়ের কামড় ও রেডিয়েশন থেকে রক্ষা করে।এটি শুধুমাত্র স্বাস্থ্য সেক্টরে ব্যবহার হয় এমন নয়,এটি পরমাণু কেন্দ্রে,মাইনিং সেক্টর,গ্যাস মাইনিং,ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ও বিভিন্ন জঙ্গলে যারা গবেষণার কাজ করে উনারাও ব্যবহার করেন।

 

পিপিই পানিপ্রতিরোধক, আগুন প্রতিরোধক উল ও স্পেশালি প্রক্রিয়াজাতকৃত তুলা দিয়ে তৈরী।যা শরীরকে অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করবে।তাছাড়া অন্যান্য প্রটেক্টিভ গিয়ার গুলো “তাইবেক” নামক একটি সিনথেটিক পলিথিন ফাইভার দিয়ে তৈরী হয়।”তাইবেক” পেটেন্ট করা একটি ফাইবার যা একটি মাত্র কোম্পানীর কাছে পাওয়া যায়।

সাধারণত ২ ধরনের পিপিই পাওয়া  আছে:

১) হেলথ কেয়ার সেক্টর

২) ইন্ডাস্ট্রিয়াল সেক্টর

 

পিপিই একটি ড্রেস নয়,এটি  কিছু জিনিসের সমন্বয়ে একটি “ফুল সেট প্যাকেজ”।এতে নিমোক্ত জিনিসগুলো অবশ্যই থাকতে হবে:

# Head and Scalp Protection

# Respiratory Protection

# Eye Protection

# Hand and Arm Protection

# Foot and Leg Protection

# Finally Whole Body Protection

কেন পিপিই ব্যবহার করবেন:

সংক্রামক রোগের ক্ষেত্রে পিপিই একজন স্বাস্থ্যকর্মীর জন্য “লাস্ট ডিফেন্স লাইন”

পিপিই কাদের অবশ্যই লাগবে:

# যেসব ডাক্তার ইমাজেন্সী বা আউটডোর এ চিকিৎসা দেন।

# যে সব ডাক্তার ও নার্স আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত।

# যেসব টেকনোলজিস্ট ল্যাবে সরাসরি স্যাম্পল পরীক্ষায় জড়িত।

 

পিপিই ব্যবহারের কিছু সাধারণ নিয়ম আছেঃ

# পিপিই পড়ার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে।খোলার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে।

# প্রত্যেক ব্যাক্তির জন্য পিপিই ‘র নির্দিষ্ট সেট ব্যবহার করতে হবে।

# একই সেট কারো সাথে শেয়ার করা যাবে না।

# পিপিই পড়ার আগে আপনার হাত জীবাণুমুক্ত করতে হবে।

# পিপিই শুস্ক স্থানে সংরক্ষণ করতে হবে।

# পিপিই কেবল একবারই ব্যবহারযোগ্য তবে মাস্ক বা সানগ্লাস এগুলো রি-ইউজ করা যেতে পারে।

# পিপিই কিনতে কোন ধরনের অনুমতি লাগে না।

বর্তমানে আমাদের দেশে পিপিই এর নামে চলছে ভাওতাবাজি।

আইসোলেশন গাউনকে পিপিই হিসেবে দেয়া হচ্ছে।

রেইনকোটকে পিপিই হিসেবে দেয়া হচ্ছে।

নরমাল প্লাস্টিক দিয়ে অনেক সংগঠন পিপিই বানিয়ে দিচ্ছে।সম্মান দিয়ে বলছি,এপ্রোন আর এগুলোর মধ্যে কোন পার্থক্য নাই

যদি পিপিই নাই থাকে তখন হেলথ প্রফেশনালসরা অধিক সচেতন থাকে।কিন্তু এসব জিনিস দিয়ে তাদের মিথ্যা আশ্বস্ত করার কোন মানে হয় না।এগুলো তাদের জীবন ঝুঁকিতে ফেলবে।আরোও একটি কথা, হাসপাতেলের দারোয়ান থেকে শুরু করে টপ লেবেল পর্যন্ত পিপিই দিতে হবে।কেউ পেলো আর কেউ পেলো না,তাহলে “ক্রস ইনফেকশন” বন্ধ হবে না।

বিদেশের ডাক্তাররা “পাম্পোস” পড়েছিল আপনাদের নিশ্চয় খেয়াল আছে, কেন?

কারণ এটি শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে।

তাই যদি হেলথ প্রফেশনালদের সাহায্য  করতে চান,ফান্ড রেইজ করে পিপিই কিনে দেন,প্লাস্টিক না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CO2 Fractional Laser আপনার ত্বকের বন্ধু। এবার স্কিনের দাগ দূর হবে, এক নিমিষে!!
Advertisement
Please wait: 6 seconds