পায়ের ঘা ভালো হচ্ছে না,কারণ কি ?

গ্যাংগ্রিন

Leg wounds are not getting better, what is the reason?

বিভিন্ন কারণে পায়ে বা আঙ্গুলে ঘা হতে পারে।কোথাও আঘাত পেলে বা হয়তো ফোস্কা পড়ছে,আবার চুলাকতে চুলকাতে ঘা হয়ে গেল।ঘা আবার বিভিন্ন রকমের হয় শুষ্ক,ভেজা বা বুদবুদ আকারের।কিছু ঘা থেকে আবার পুজ বের হয়।দেখা যায়,ড্রেসিং এবং এন্টিবায়োটিক খাওয়ার পর গা শুকিয়ে আসে।কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় ঔষধ খাওয়ার পরেও ঘা ভালো হচ্ছে না।বরং তা বেড়েই চলেছে।

আসলে পায়ের ঘা না শুকালে,এ কথাটির মধ্যে রহস্য আছে।পায়ে তো সাধারণত ঘা হতেই পারে।সেই ঘা নির্দিষ্ট দিন পর শুকিয়ে যাবে।এটাই স্বাভাবিক,এটি যদি না শুকায় তাহলে নানা জটিলতা সামনে চলে আসে।কারণ কি?

পায়ের রক্তনালীতে ব্লক বা বাধা,অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বার্জারস ডিজিস,ভেনাস আলসার ইতযাদি কারণে ঘা ভালো হতে দেরি করে।এসময় চিকিৎসায় দেরি করলে গ্যাংগ্রিন হয়ে যায়।রোগীকে বাঁচাতে পা বা পায়ের আঙ্গুল কেটে ফেলতে হয়।এধরনের ঘা সাধারণ চিকিৎসায় ভালো হয় না।

আমাদের দেশের প্রেক্ষিতে দেখা গেছে,যিনি ডায়াবেটিস আক্রান্ত,তার পায়ে হুট করে ঘা হতে পারে।যদি কোন ঘা ৭-১০ দিন পরেও শুকাচ্ছে না,তাহলে জরুরি ভিত্তিতে ডাক্তারের কাছে যেতে হবে।

কখন আপনার পা ডায়াবেটিসের জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী:

# রক্তে গ্লোকোজ এর মাত্রা বেশী থাকলে

# আপনার পা যদি অনুভূতিহীন থাকে

# আপনি যদি ধূমপায়ী হোন

# পায়ে যদি নিয়মিত কড়া পড়ে

# পূবের যদি কোন ঘায়ের ইতিহাস থাকে

#  কিডনী সমস্যার জন্য নিয়মিত ডায়ালাইসিস নেন এমন ব্যক্তি

# উচ্চ রক্তচাপ বা রক্তে চর্বির মাত্রা বেশী থাকে

কৃতজ্ঞতাঃ

ডাঃ এম এ মুকিত
ডায়াবেটিক ফুট ও বেড সোর স্পেশালিস্ট
কনসালটেন্ট অর্থোপেডিক
পিপলস হাসপাতাল,
৯৪, কে বি ফজলুল কাদের রোড,চকবাজার মেডিকেল এর সামনে,চট্টগ্রাম
প্রাথমিক পরামর্শ পেতে কল করুনঃ ০১৬৭৪-৬৫৯৫৪৮
সিরিয়ালঃ ০১৯৬১-১৪০০৯৩

পায়ের ঘা ভালো হচ্ছে না,কারণ কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top