ডায়ালাইসিস সেন্টার

এই বিভাগে রুগী কে ওয়ার্ডে ভর্তি করে সেবা দেওয়ার পাশাপাশি  ডায়ালাইসিস করার জন্য রুগিকে রেফার করে থাকে যে সব রুগির কিডনি বিকল হয়ে গেছে তাদের কে।এজন্য রুগকে নিচ তলার ডায়ালাইসিস সেন্টার এ যোগাযোগ করতে হবে।এখানে ডায়ালাইসিস করতে প্রত্যেক রুগীর জন্য খরচ হয় মাত্র:- ১০৯৯/- টাকা (প্রতি ১৫ সেশনের জন্য) ভর্তিকৃত রুগীর জন্য।যা বেসরকারি থেকে অনেক কম।

যে সকল কিডনি রুগী ভর্তি হয় নাই।বাসা থেকে গিয়ে ডায়ালাইসিস করবে তাদের জন্য :-২৪১৫/- টাকা(প্রতি ১৫ সেশনের জন্য) করে প্রদান করতে হবে যা বেসরকারি ডায়ালাইসিস সেন্টারে এর চেয়ে বহুগুণ বেশি।

Scroll to top
Open Chat
1
Close chat
পরামর্শের জন্য

ক্লিক করুন