Diabetic foot is the name of a panic attack for a diabetic patient
ডায়াবেটিস সর্ম্পকে আজ আমাদের মাঝে সর্তকতার সৃষ্টি হয়েছে।বয়স্কদের পাশাপাশি অল্পবয়সী মানুষের মধ্যে এই রোগের বিস্তার ও চিকিৎসার উন্নতির কারণে এই সচেতনতা বেড়েছে।কিন্তু ডায়াবেটিসের বিভিন্ন জটিলতা সমন্ধে আমাদের অনেকের অল্প ধারণা আছে।
ডায়াবেটিসেরর অনেকগুলো জটিলতার মধ্য একটি মারাত্মক জটিলতা এই “ডায়াবেটিক ফুট”।ডায়াবেটিক ফুট একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা।এই সমস্যা মূলত ডায়াবেটিস রোগীদের বেশী হয়ে থাকে।সাধারণত পায়ের আঙ্গুলের মাঝে বা পায়ের তালুতে ছোট ক্ষত হিসেবে এটি দেখা দেয়।
ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে দেহের ব্যথার অনুভূতি অনেকাংশে কমে যায়।সামান্য আঘাতে পা আহত হলেও রোগী বুঝতে পারে না।পাশাপাশি অটোনমিক নিউরোপ্যাথির কারণে পা ঘামহীন ও শুষ্ক হয়ে যায়।ফলে বিভিন্ন ইনফেকশন সহজে প্রকট আকার ধারণ করে।পরে এটা আলসারে রূপান্তরিত হয়।তাছাড়া ডায়াবেটিসে রক্ত সরবরাহকারী ধমনীসমূহ পায়ে পায়ে রক্তসরবরাহ করতে পারে না।ফলে ইশকেমিয়া ও গ্যাংগ্রিন,আলসারের জটিলতা সৃষ্টি হয়।
ডায়াবেটিস রোগীদের অনিয়ন্ত্রিত শর্করার কারণে রক্তনালীতে সংকোচন হয়ে যায়,এছাড়া স্নায়ু দূর্বলতা দেখা দেয়।একসময় দেখা দেয় পায়ে ঘা এবং এ ঘা না শুকিয়ে দিন দিন বেড়ে যায়।সঠিক চিকিৎসা না পেলে একসময় পায়ে পচন ধরে গ্যাংগ্রিন হয়ে যায়।ফলে পা কেটে ফেলতে হয়।
বাংলাদেশে বছরে ৬ হাজার মানুষ ডায়াবেটিক জনিত কারণে পঙ্গুত্ববরণ করে।
ডায়াবেটিক ফুটের লক্ষণ সমূহ:
১) আক্রান্ত পায়ে দেখা দিতে পারে অস্বাভাবিক অনুভূতি বা ঝিমঝিম ভাব
২) পায়ে অনুভূতি কমে যাওয়া
২) পায়ে অনুভূতিহীনতা
৩) পায়ের নড়ন ক্ষমতা লুপ্ত হওয়া
৪) পায়ে ব্যথা
৫) পায়ে ঘা হওয়া
৬) পা বা পায়ের অস্থিসন্ধি হঠাৎ লাল হয়ে ফুলে যাওয়া
৭) পায়ের অস্থিসন্ধির বিকৃতি
৮) পায়ের আঙ্গুলে পচন বা সমস্ত পায়ে
৯) রোগের শেষ পর্যায়ে পায়ের ক্ষত থেকে রোগ-জীবাণু শরীরে ছড়িয়ে পড়া
কাদের ঝুকি বেশী:
# অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
# ধূমপায়ী
#পায়ের কোন রক্তনালী রোগ হলে
# পূর্বের কোন ঘা বা অঙ্গচ্ছেদের ঘটনা থাকলে
# কিডনী সমস্যারর জন্য নিয়মিত ডায়ালাইসিস নিতে হয় এমন ব্যক্তি
# উচ্চ রক্তচাপ
# রক্তে চর্বির মাত্রা বেশী
#পায়ের যত্ন না নেওয়া
উপরের লক্ষণ পাওয়া গেলে,দেরী না করে নিকটস্থ “ডায়াবেটিক ফুট কেয়ার স্পেশালিষ্ট” এর সাথে যোগাযোগ করুন।মনে রাখবেন এটি কোন সাধারন রোগ নয়।যত দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন তত আপনার রোগীর কষ্ট কমবে।
ডায়াবেটিক ফুট: এ ভয়ংকর রোগের সমাধান কি?
গ্যাংগ্রিন সমাচার এবং আপনার যা জানা উচিত
গ্যাংগ্রিনের সাথে ডায়াবেটিসের সর্ম্পক কি
VAC থেরাপি কি ও কেন ব্যবহার করা হয়
পায়ের ঘা ভালো হচ্ছে না,কারণ কি ?
কৃতজ্ঞতাঃ
ডাঃ এম এ মুকিত
ডায়াবেটিক ফুট ও বেড সোর স্পেশালিস্ট
বিভাগীয় প্রধান, অর্থোপেডিক ও ডায়াবেটিক ফুট বিভাগ
চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
চেম্বারঃ-
পিপলস হাসপাতাল,
৯৪, কে বি ফজলুল কাদের রোড,চকবাজার মেডিকেল এর সামনে,চট্টগ্রাম
ফোনে সরাসরি পরামর্শ পেতে কল করুনঃ ০১৬৭৪- ৬৫৯ ৫৪৮
সিরিয়ালঃ ০১৯৬১-১৪০০৯৩