A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
পি ই জি (PEG) কি এবং কাদের করা হয় ?

PEG কি ?

 

পারকিউটেনিয়াস এন্ডোস্কপিক গ্যাস্ট্রোস্টমি (পি ই জি) হলো একধরনের পদ্ধতি যার মাধ্যমে এন্ডোস্কপি যন্ত্রের মাধ্যমে পেটের চামড়ার নিচে ছোট ছিদ্র করে পাকস্থলীতে ফিডিং টিউব বা খাদ্যনালী স্থাপন করা হয়।

পি ই জি (PEG) কাদের করা হয় ?

 

# নিউরোলজিকাল ডিজিজ যেমনঃ স্ট্রোক,মাল্টিপল স্কেলেরোসিস,সেরেব্রাল পালসি,ডেমনেশিয়া বা স্মৃতি বৈকল্য রোগী,দীর্ঘদিন কোমায় থাকা রোগী, ব্রেইন টিউমার ইত্যাদি রোগে যখন মুখে খাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে।

# ক্যান্সার রোগী বিশেষত হেড-নেক ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার এর পেশেন্ট

# তা ছাড়াও বার্নের রোগী,পলিট্রমা,ফেসিয়াল সার্জারীর রোগী,জন্মগত ত্রুটি, যেমন Tracheo Oesophageal Fistula রোগীদের করা হয়।

 

পি ই জি (PEG) কাদের করা যায় না–

# Serious Coagulation Disorder / রক্ত জমাট বাঁধাতে কোন সমস্যা থাকলে
# Haemodynamic Instability / পালস ও ব্লাড প্রেসার আশংকাজনক ভাবেনকম থাকলে
# Sepsis / রক্তে ইনফকশন থাকলে
# Severe Ascitis / পেটে পানি থাকলে
# Peroinitis / পেটের আবরনীতে ইনফেকশন থাকলে
# Marked Pertoneal Carcinomatosis / পেটের আবরণীতে ক্যান্সার ছড়িয়ে পড়লে

 

কৃতজ্ঞতাঃ

ডাঃ মুশফিকুল আবরার
লিভার ও পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম

পি ই জি (PEG) কি এবং কাদের করা হয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *