A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার (ইএনটি /ENT) কি এবং কি কি চিকিৎসা করেন

নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার (ইএনটি /ENT) কি এবং কি কি চিকিৎসা করেন

ঠান্ডা-কাশির সমস্যায় আক্রান্ত হয়নি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া কঠিন। এসব সাধারণ সমস্যা ছাড়াও নাক, কান ও গলা সংক্রান্ত নানা রকম গুরুতর সমস্যার সমাধানের বিষয়টি দেখভাল করেন একজন নাক, কান ও গলা ডাক্তার বা ইএনটি বিশেষজ্ঞ। মেডিকেলের পরিভাষায় একজন ইএনটি বিশেষজ্ঞকে অটোল্যারিনগোলজিস্ট ( Otorhinolaryngology ) বলা হয়।

 

একজন ইএনটি (ENT) বিশেষজ্ঞ ডাক্তার কি কি ধরনের সেবা দেন ??

 

# নাক, কান ও গলার সাধারণ সমস্যা সনাক্ত করা এবং সে অনুযায়ী প্রতিকার হিসেবে ওষুধ পরামর্শ দেওয়া।

 

# টনসিলের সমস্যা সনাক্ত করা এবং প্রয়োজনে টনসিল অপসারণের সার্জারি বা অপারেশন সম্পন্ন করা।

 

# গলার অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে সার্জারি ও অপারেশন করতে হয়।

 

# কানে কম শোনা, কানের ভারসাম্যহীনতা জনিত সমস্যা এবং জন্মগত কানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যা নির্ণয় করা এবং এর প্রতিকারের পরামর্শ দেওয়া।

 

# নাক ডাকা, নাকের পলিপস ও নাক বন্ধ হওয়ার সমস্যার সমাধান দিয়ে থাকেন একজন ইএনটি বিশেষজ্ঞ।

 

# মাইগ্রেনের সমস্যার সমাধান দিয়ে থাকেন এবং এ ধরনের সমস্যার জন্য প্রয়োজনীয় ওষুধ পরামর্শ দিয়ে থাকেন।

 

# থাইরয়েডের সমস্যা থাকলে সার্জারি বা শল্যচিকিৎসার মাধ্যমে তার সমাধান দেন একজন ইএনটি বিশেষজ্ঞ।

 

# স্বরযন্ত্রের সমস্যা নির্ণয় করা এবং এর প্রতিকার দেওয়া।

2 thoughts on “নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার (ইএনটি /ENT) কি এবং কি কি চিকিৎসা করেন”

  1. মনির উদ্দিন

    নাক আর গলা সব সময় যেম থাকে আর হঠাত হঠাত সদ্দী হয় স্যার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *