A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
মেডিকেল টেকনিশিয়ান ইসিজি এর কাজ কি

ইসিজি টেকনিশিয়ান একজন হেলথ এলাইড।যিনি রোগীর ইসিজি করেন।

ইসিজির মাধ্যমে রোগীর হার্টের অবস্থা নিরূপণ করা হয়।ইসিজি  (ECG) মানে হলো “ইলেকটোকার্ডিওগ্রাম”,অনেকে একে আবার “ইকেজি” বলে।এটি একটি ব্যথামুক্ত টেস্ট, যার দ্বারা হৃৎপিন্ডের ইলেকট্রিক্যাল এক্টিভিটি পর্যবেক্ষণ করা হয়।ইসিজি দ্বারা রোগীর প্রতিটি হৃৎস্পন্দন পর্যবেক্ষণ করা হয়।হৃদরোগের সমস্যায় রোগীর হৃৎপিন্ডের ইলেকট্রিকাল এক্টিভিটি পরিবরর্তন হয়।

তবে “ইসিজি” হৃদরোগের জন্য একটি প্রাথমিক লেবেলের টেস্ট।ইসিজি তে অস্বাভাবিক কিছু দেখা গেলে তখন “ইকো”“ইটিটি” এই কনফারমেশন টেস্ট গুলো করা হয়।

শিক্ষাগত যোগ্যতাঃ

আমাদের এদেশে এখনো পর্যন্ত ইসিজি প্রশিক্ষণের ব্যাপারে কোন প্রাতিষ্ঠানিক কোর্স চালু হয়নি।এদেশে ডায়াগনস্টিক বা হাসপাতালে করতে করতে শিখে।

তবে পাশের দেশ ভারতে ১ বছরের সার্টিফায়েড কোর্স ও ৩ বছরের ডিপ্লোমা আছে

বেতনঃ

সাধারণত বেসরকারী ল্যাব বা হাসপাতাল গুলোতে শিফটিং জব হয়,বেতন ৮০০০-৯০০০/

তবে বতমানে সরকারী হাসপাতাল গুলোতে ইসিজি টেকনিশিয়ান এর জন্য পোস্ট ক্রিয়েট করা হয়েছে।এর জন্য ব্যক্তি যেখানে চাকরী করেছেন এ প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট লাগবে।

মেডিকেল টেকনিশিয়ান ইসিজি এর কাজ কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *