স্ট্রোক হয় যখন মস্তিষ্কের কোনও অঞ্চলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটি মস্তিষ্কের কোষে অক্সিজেনের সাপ্লাই কমিয়ে দেয় এবং ব্রেইনের কোষগুলো মরা শুরু করে। এটি যখন ঘটে তখন মস্তিষ্কের সেই অঞ্চল দ্বারা নিয়ন্ত্রিত ক্ষমতাগুলি হারাতে থাকে।
স্ট্রোকের যেকোনো লক্ষণ দেখা দিলে সেটি খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং অনতি বিলম্বে চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত।
কখন বুঝবেন আপনার স্ট্রোক হয়েছে ?
১. ব্যালেন্সঃ শরীরের ভারসাম্য নষ্ট হলে, মাথাব্যথা বা মাথা ঘুরালে
২. চোখঃ চোখে ঝাপসা দেখলে
৩. মুখঃ মুখ একদিকে বেঁকে গেলে
৪. হাতঃ হাত অথবা পা দুর্বল হয়ে গেলে
৫. কথাঃ কথা বলতে কষ্ট হলে বা কথা বলতে না পারলে
৬. সময়ঃ এই লক্ষ্মণ গুলো হঠাৎ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে
৮০% পর্যন্ত স্ট্রোক প্রতিরোধযোগ্য!
ডাঃ মু. ইসমাঈল হোসেন
জুনিয়র কনসালটেন্ট (নিউরোসার্জারি)
ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল
শেরে-বাংলা নগর, ঢাকা।
যোগাযোগঃ ০১৯৭৬-১১৩৪১২