HbA1c test and your alert
ডায়াবেটিস নির্ণয়ের অনেক টেস্ট আছে তার মধ্য একটি গুরুত্বপূর্ণ টেস্ট হলো HbA1c (এইচ বি এ১ টেস্ট)
এটি একটি বায়োকেমিকেল টেস্ট যেটি গ্লাইকেটেড হিমোগ্লোবিন টেস্ট নামেও পরিচিত।এটি একটি ডায়াবেটিস টেস্ট।এটি দিয়ে টাইপ ২ ডায়াবেটিস নির্ণয় করা হয় এবং বিগত ২-৩ মাসের ডায়াবেটিস গড় কি রকম ছিলো তা দেখা হয়।
WHO এর নিয়ম অনুসারে এর নরমাল রেঞ্জ হলো:
# HbA1c below 42 mmol/mol(6.0%): non-diabetic
# HbA1c between 42 and 47 mmol/mol(6.0-6.4%): Pre-diabetes
# HbA1c of 48 mmol/mol(6.5%) or over: Type 2 diabetes
রোগীর প্রস্তুতি :
#এ টেস্টের জন্য তেমন কোন প্রস্তুতি নিতে হয় না।
# কোন ঔষধ খেলে তা ডাক্তার কে জানাবেন
# খালি পেটে উত্তম
# যে কোন সময় করা যায়
সর্তকতা:
# রক্তশূন্যতা রোগীর ক্ষেত্রে এ টেস্ট রিপোর্ট ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ আসতে পারে।এসব রোগীর ক্ষেত্রে (Fructoseamine Test) করতে হবে
# প্রেগন্যান্ট মহিলার ক্ষেত্রে রেজাল্ট বাড়তি আসতে পারে
# ইনফেকশন জনিত রোগে সামান্য সময়ের জন্য রেজাল্ট বাড়তি আসতে পারে
ল্যাব টেকনোলজিস্ট :
# রোগী থেকে রক্ত নেয়ার সময় ভায়ালে যতটুকু দাগ কাটা আছে ততটুকু অবশ্যই নিতে হবে। বেশীও না কমও না। না হলে রেশিও মিলবে না।
# রক্ত নেয়ার পর ভালোভাবে মিক্স করতে হবে
প্লিজ ভালো একটি ল্যাবে টেস্ট করাবেন নয়তো টাকা পানিতে ফেলবেন।
চট্টগ্রামের সেরা ডায়াবেটিক ফুট বিশেষজ্ঞ
সেরা ১০ ফিজিকাল মেডিসিন বিশেষজ্ঞ
সেরা ১০ নিউরোসার্জন চট্টগ্রাম
সেরা ডায়াবেটিক ফুট স্পেশালিষ্ট চট্টগ্রাম
সেরা ১০ অর্থোপেডিক বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ নিউরো-মেডিসিন বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ স্ত্রী ও প্রসূতীরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ শিশুরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ হৃদরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ মানসিকরোগ বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ নাক,কান ও গলারোগ বিশেষজ্ঞ
চট্টগ্রামের সেরা ১০ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ