মানব শরীরকে আল্লাহ তায়ালা খুবই শক্তিশালী করে তৈরী করেছেন।আমাদের শরীরের রয়েছে নিজস্ব সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা।প্রায় প্রতিদিনই শরীরে জীবাণু প্রবেশ করে।যখনই প্রবেশ করে,শরীর এর বিরুদ্ধে Antibody তৈরী করে এবং জীবাণু প্রতিরোধ ও প্রতিহত করে।
তবে মাঝে মধ্যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে শরীর Antibody তৈরী করতে পারে না বা তৈরী করলেও জীবাণু ধংস করতে পারে না।
জীবাণু শরীরে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু রোগ হয় না।এর একটি Incubation Period থাকে।এ নির্দিস্ট সময় পরেই শরীরে রোগের বিভিন্ন লক্ষণ দেখা দেয়। সমটা ৪ দিন বা ৭ দিন,অনেক সময় “এইডস” রোগীর ক্ষেত্রে ১০ বছরওও হতে পারে।
সময়মত যদি রোগ ধরা পড়ে,তবে অনেক কঠিন রোগও ভালো করা সম্ভব।দেরী হলে সামান্য রোগও শরীরে ঘাটি গেড়ে বসে।তখন সময় ও অর্থ দুটোই নষ্ট হয়।
Prevention is better than Cure- প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম
বিশেষজ্ঞ ডাক্তাররা একজন সুস্থ মানুষ কে ৬ মাস পর পর Whole Body Checkup করতে বলেন।বছরে ১বার হলেও পুরো শরীর চেক আপ করা উচিত।
এই চেকআপে সমগ্র শরীরে বিভিন্ন অর্গান(Organ) ও সারর্কুলারের এক্টিভিটি চেক করা হয়।রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার বুঝতে পারেন কোন সমস্যা আছে কিনা বা সমস্যা তৈরী হচ্ছে কিনা।
Full Body Checkup এ নিমোক্ত টেস্ট করতে হবে/করা উচিতঃ-
পুরুষদের ক্ষেত্রেঃ
CBC
RBS/FBS+2HABF
Lipid Profile
S.Bilirubin
SGPT
SGOT
S.alkaline phosphate
S.Creatinine
S.urea
S.Calcium
TSH
S.uric acid
HBsAg
Urine R/E
Stool R/E
X-ray Chest (P/A view)
ECG
Uultrasonography Whole Abdom
মহিলাদের ক্ষেত্রেঃ-
CBC
RBS/FBS+2HABF
Lipid Profile
S.Bilirubin
SGPT
SGOT
S.alkaline phosphate
S.Creatinine
S.urea
S.Calcium
TSH
S.uric acid
HBsAg
Urine R/E (আরো জানতে)
Stool R/E
X-ray Chest (P/A view)
ECG
Uultrasonography Whole Abdomen
Rubella IgM IgG
Paps Test
Mammography
## টেস্ট সম্পর্কে আরো জানতে পড়ুন
এগুলোই সব বয়সের মানুষের জন্য কমন টেস্ট। আপনি চাইলে আরো টেস্ট করতে পারেন।রিপোর্ট হাতে পাওয়ার অবশ্যই একজন ডাক্তারের যোগাযোগ করুন ।