A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
fexo 120 কি ও কেন এবং খাওয়ার নিয়ম ও সর্তকতা

Fexo 120 কি ?

ফেক্সো ১২০ ফেক্সোফেনাডিন গোত্রের একটি মেডিসিন,এতে প্রতিটি ট্যাবলেট 100mg হাইড্রোক্লোরাইড ইউএসপি বহন করে।
এটি চুলকানি,এলার্জিক রাইনোটিস ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
এটি মুখে সেবন করতে হয় এবং এর মাধ্যমে দ্রুত পরিশোধিত হয়।
এটি প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা এর বেশী বয়সের শিশুর জন্য ব্যবহারযোগ্য।

কখন Fexo 120  ব্যবহার করা হয় ?

# হাঁচি

# নাক দিয়ে পড়া

# নাক ও গলা চুলকানি

# ত্বকের চুলকানি

# চোখ লাল হওয়া

 

ফেক্সো ১২০ খাওয়ার নিয়ম বা ডোজঃ

# ট্যাবলেট:

প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশী বয়সের শিশুদের জন্য দিনে দুইটি করে ৬০ মি.গ্রা. ট্যাবলেট অথবা দিনে একটি করে ফেক্সো ১৮০ মি.গ্রা. ট্যাবলেট।

৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য দিনে দুইবার করে ৩০ মি.গ্রা. ফেক্সোফেনাডিন অথবা দিনে একটি ৬০ মি.গ্রা. ট্যাবলেট।

# ওরাল সাসপেনশন:

২-১১ বছর বয়সের শিশুদের জন্য দিনে ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন সেবন করতে হবে।
২-১১ বছর বয়সের শিশুদের জন্য দিনে ২ বার করে ৩০ মি.গ্রা. (৫ মি.লি.) সাসপেনশন সেব্য।

৬ মাস থেকে ২ বছরের কম বয়সের শিশুদের জন্য দিনে ২ বার করে ১৫ মি.গ্রা. (২.৫ মি.লি.) সাসপেনশন সেবন করতে হবে।

# fexo 120 যে কোন সময়ে খাওয়া যায়,খালি বা ভরা পেটে।তবে ভরা পেটে খাওয়ায় উত্তম। ফেক্সো সাসপেনশন খাওয়ার আগে ভালো ভাবে ঝাকিয়ে নিন।

 

ফেক্সো ১২০ খাওয়ার আগে সর্তকতাঃ

# আগে বা পরে ১ মিনিটের মধ্যে “Antacid” ব্যবহার করবেন না।

# গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না।

# যাদের কিডনী,লিভার,হৃদরোগ আছে,খাওয়া আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে

 

fexo 120 এর সাইড এফেক্টঃ

মাথা ব্যাথা

অস্বাভাবিক ঘুম

বমি

পিঠে ব্যাথা

মাথা ঘোরা

হাঁচি

গলা ব্যথা

পেট খারাপ

ক্লান্তি

পেশী ব্যথা

fexo 120 কি ও কেন এবং খাওয়ার নিয়ম ও সর্তকতা

6 thoughts on “fexo 120 কি ও কেন এবং খাওয়ার নিয়ম ও সর্তকতা

  1. প্রাপ্ত বয়স্করা ফেক্সো ১২০ দিনে দুটি খেতে পারেন?

    1. আমার বয়স ৩৭ । প্রথম দুপুরে ১২০ মিলি খাই তারপর 6 ঘন্টা পরে আবার আরেকটি খাই। পরের দিন থেকে সকালে একটা রাত্রে একটা এভাবে তিনদিন খাই আল্লাহর রহমতে আমার সর্দি চলে গিয়েছে কোন সমস্যা হয় নাই। তবে আমার কোন অন্য রোগ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *