A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

ডেঙ্গু টেস্টের ব্যাপারে সচেতন হোন,নিজের জীবন বাঁচান

hello doctor ctg

ডেঙ্গু একটি মশাবাহিত রোগ,যার বাহকের নাম “এডিস মশা”। আমাদের দেশে ৪ প্রকারের ডেঙ্গু সেরোটাইপ আছে।এটি সাধারণত দিনের বেলায় কামড়ায় বিশেষ করে সূর্যোদয়ের কয়েক ঘন্টা পরে ও সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে।

সাধারণত ডেঙ্গু রোগের ধরণ  প্রধান ২টা:-

১) লক্ষণ প্রকাশ করে না

২) লক্ষণ প্রকাশ করে

বাংলাদেশে মশা তাড়ানোর সেরা ১৮ টি উপায়

# ডেঙ্গু জ্বরের লক্ষণ ——

 

১) শরীরে ভাইরাস ঢুকার ৩-৬ দিনের মধ্য জ্বর আসে।অনেক সময় ১০ দিন পর্যন্ত সময় নেয়।

২) গায়ে প্রচন্ড ব্যথা থাকে।মাংসপেশী,মাথা,চোখের পিছনে ব্যথা,গিড়া গুলোয় ব্যথা এবং হাড়ে ব্যথা।

৩) বমি বমি ভাব,শরীর দূর্বল লাগা।

৪) জ্বর আসার ২-৫ দিন পর লাল লাল র্যাশ উঠবে।

৫) সাধারণত জ্বর আসার কিছুদিন পর কমে যায়।

 

তবে,সাধারন থেকে চরম আকার ধারণ করলে নিমোক্ত সমস্যা দেখা দিবে-

 

১) শরীরে লাল লাল র্যাশ উঠবে,বমি হওয়া।

২) নাক দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, অল্প চাপ বা আঘাতে চামড়ার নিচে লাল হয়ে যাওয়া

৩) বেশী আক্রান্ত রোগীর ক্ষেত্রে Heamatemesis, Melaena দেখা যাবে

৪) মহিলাদের ক্ষেত্রে মাসিকে রক্ত বেশী যাওয়া

৫) Internal Bleeding হতে পারে

৬)  Multi organ failure হতে পারে

( উপরোক্ত  ১-৬ নং সমস্যা দেখা দিলে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে)

 

কিভাবে নিশ্চিত হবো ডেঙ্গু হয়েছে:

 

# ডেঙ্গু টেস্ট করতে কোন ধরনের পূর্ব-প্রস্তুতির দরকার হয় না।

# খালি পেট/ভরা পেট এগুলো কোন ফ্যাক্ট না

# জ্বর থাকা অবস্থা বা না থাকা কোন ফ্যাক্ট না

 

১) Dengue NS1 Antigen(NS1)

জ্বর আসার প্রথম ৩-৪ দিনের মধ্যে এ টেস্ট করেই নিশ্চিত হওয়া যায়।তবে মাঝে মাঝে “ইনকিউভেশন পিরিয়ডের” শুরুতে এটি “ফলস পজিটিভ” রেজাল্ট দেয়।এ টেস্ট করতে বেশী সময় লাগে না।৩-৪ দিন পরে এ টেস্ট করে লাভ নেই।ভুল রেজাল্ট আসবে।

 

২) ICT for Dengue IgG and IgM

এই টেস্ট জ্বর আসার ৪ বা ৫ দিনের মাথায় করতে হবে।।ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে Antibody তৈরী করতে শরীরের ৪ দিন বা ৫ দিন বা তার বেশী সময় লাগে।তাই এসময় পরে Anti-Dengue Antibody Test( IgG & IgM) করতে হবে।

এ টেস্টও করতে বেশী সময় লাগে না।

IgM বা IgM বা উভয়ই পজিটিভ আসলে বা যে কোন একটি পজিটিভ আসলে অদক্ষ কারো সাথে আলোচনা না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

৩) একদম কনফারমেশন টেস্ট হিসেবে PCR, RT-PCR টেস্ট করা যায়।

এর রিপোর্ট পেতে একটু সময় লাগে।

৪) CBC Test করতে হবে।ডেঙ্গুতে Platelet কমে গিয়ে Thromcytopenia দেখা যায়। PCV/Hematocrit  বেড়ে যাবে।

৫) আল্ট্রাসনোগ্রফী করলে Hepatomegaly পাওয়া যায়

৬) তাছাড়া SGPT, SGOT এগুলো বেড়ে যাবে

 

# # # প্রাথমিক ইনফেকশনে CBC ও Dengue NS1 ২টা ল্যাব থেকে করানোর চেষ্টা করবেন।

 

# # # একই সময়ে রোগী টাইপয়েড ,প্যারাটাইপয়েড ও ডেঙ্গুতেও আক্রান্ত হতে পারে।

টেস্ট করার সময় ভালো ডায়াগনস্টিক সেন্টার ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট আছে এমন ল্যাবে টেস্ট করান।

 

ডেঙ্গু রোগীদের জন্য জরুরি পরামর্শঃ

১) কোন ধরনের ব্যথাজাতীয় মেডিসিন খাওয়া যাবে না।

২) জ্বরের জন্য শুধু নাপা খাওয়া যাবে।

৩) প্রচুর তরলজাতীয় খাবার  খেতে হবে।

৪) ৩ ঘণ্টা পর পর প্রেশার মাপতে হবে।(very important)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *