A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
পায়খানা পরীক্ষা

Preparations to take before the stool examination

আমরা অনেকেই মনে করি, মল বা পায়খানা (stool) পরীক্ষা একটি সাধারণ পরীক্ষা।কিন্তু এর দ্বারা অনেক গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় করা হয়।প্রায় সময় এটি রোগের বিভিন্ন লক্ষণ  অগ্রীম জানিয়ে দেয়।তাই এই টেস্ট যেনতেন করা মানে নিজের ক্ষতি করা এবং চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়া।তাই মল বা পায়খানা পরীক্ষার আগে আমাদের বেশ কিছু ব্যাপার জানতে হবে।

# প্রথমে ডাক্তারের সাথে টেস্টের ব্যাপারে আলোচনা করে নিবেন কোন স্পেশাল গাইডলাইন আছে কিনা।

# পরীক্ষার ৩ দিন আগে থেকে নরমাল ডায়েট করতে হবে।মাছ বা মাংস খেতে পারবেন না।বিশেষ করে “occult blood test” যখন করতে বলা হয়।

পায়খানার সাথে রক্ত যায় কেন

# সকাল বেলার স্যাম্পল নিতে হবে।

# উত্তম হয় যদি কমেড এর উপর পরিষ্কার কোন প্লাস্টিক বা বেড প্যান দিতে পারেন।

# স্যাম্পল দেয়ার নেয়ার সময় উপর থেকে নিবেন।কোন ভাবেই কমেড স্পর্শ করছে এমন স্যাম্পল নেয়া যাবে না।এতে অন্য জীবাণু চলে আসতে পারে স্যাম্পলে যা আপনার নয়।

# মলের সাথে শ্লেষ্মা থাকলে অল্প তাও নিতে হবে এবং মনে রাখতে হবে শ্লেষ্মা  কি পরিমাণ ছিল

# মলের সাথে প্রস্রাব মিশে গেলে সে স্যাম্পল হবে না।

# বাচ্চাদের ক্ষেত্রে কমেডে না করিয়ে বেড প্যানে করানো উত্তম।

# স্যাম্পল নেয়ার ১ ঘন্টার মধ্যে ল্যাবে নিতে হবে।

ডাক্তার কখন মল টেস্ট করতে বলেন?

# স্যাম্পল নেয়ার জন্য ল্যাব থেকেই ভায়াল নিয়ে আসবেন।

# ভায়াল নেয়ার সময় আইডি চেক করে আনবেন

# ভায়াল বা কন্টেইনার পুরো লোড করবেন না।

# আয়ুবেদিক ঔষধ,ভিটামিন-সাপ্লিমেন্ট,বা কোন ধরনের ড্রাগ নিলে তা ডাক্তারকে জানাবেন।

# মল বা পায়খানার সাথে রক্ত বা কৃমি গেলে সেটা ডাক্তারকে জানাবেন।

কখনো মল/পায়খানা/Stool Test  একেবারে ছোট ল্যাবে করাবেন না কারণ সেখানে কোন নিজস্ব মাইক্রোবায়োলজিস্ট থাকে না।

খুব বড় ল্যাবে করাবেন না কারণ অতিরিক্ত স্যাম্পলের দরুণ সেখানে স্যাম্পল ম্যানিপুলেট হয়।

 

প্রস্রাবের সাথে রক্ত যায় কেন ?

মল বা পায়খানা (Stool Test) পরীক্ষার আগে যেসব প্রস্তুতি নিতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *