A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

১)  স্কয়ার হাসপাতাল

(চিকিৎসকের ফি ১০০০ টাকা, রোগী তার পছন্দমত চিকিৎসককে দেখাতে পারেন।) ঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১ওয়েবসাইট: www.squarehospital.com

২) এ্যাপোলো হাসপাতাল

(এখানে চিকিৎসককে দেখাতে চাইলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা। এরপর রোগী যে চিকিৎসককে দেখাতে চাইছেন তাঁর এপয়েন্টমেন্ট নিতে হবে। বিভিন্ন চিকিৎসকের ফি বিভিন্ন রকম এটা ১০০০ থেকে ১৩০০ টাকার মধ্যে।) ঠিকানা: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১৯।পিএবিএক্স: (02)-8401661ফ্যাক্স: (02)-8401679, (02)-8401161, (02)-8401691ই-মেইল: info@apollodhaka.com (সাধারণ তথ্যের জন্য)feedback@apollodhaka.com (ফিডব্যাক) ওয়েবসাইট:www.apollodhaka. com

 

৩) বারডেম জেনারেল হাসপাতাল

এই হাসপাতালে আন্তঃ ও বহিঃ বিভাগীয় রোগীর চিকিৎসা ব্যবস্থা আছে। অবস্থান: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।ফোন: ৮৬১৬৬৪১

৪) কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ

কিডনী ফাউন্ডেশনের হাসপাতালের আউটডোর ইউনিট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। বিশেষভাবে কনসাল্টেশন সার্ভিসটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮পর্যন্ত খোলা থাকে। ওপিডি বিভাগটি প্রতি শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এই ইউনিটে কিডনী রোগ, ডায়েবেটিস, হাইপারটেনশন, ইউরোলজীক্যাল এবং স্টোন সমস্যা, ডায়ালাইসিস এবং কিডনী ট্রান্সপ্লান্টেশন সার্ভিস প্রদান করা হয়। এছাড়া ডায়ালাইসিস এর রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানাকিডনী ফাউন্ডেশন বাংলাদেশপ্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২মিরপুর, ঢাকা ১২১৬।ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬ইমেইল: rashid@bol-online.com

৫) ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট

প্রধানত হৃদরোগীদের জন্য তৈরি এ হাসপাতালে আউটডোর বিভাগ ছাড়াও ২৪ ঘন্টার জরুরি বিভাগ এবং এম্বুলেন্স সার্ভিস রয়েছে।এখানে বহির্বিভাগে রোগী দেখাতে চাইলে সকালে এপয়েন্টমেন্ট নিতে হবে। চিকিৎসকের ফি ৭০০ টাকা, তবে প্রফেসর বা এরকম পার্যায়ের জ্যেষ্ঠ চিকিৎসকের ফি ৯০০ টাকা। রোগী চাইলে কোন নির্ধিষ্ট চিকিৎসককেও দেখাতে পারেন। সেক্ষেত্রে যে দিন দেখাতে চাইছেন তার আগের দিন সংশ্লিষ্ট চিকিৎসককে পরের দিন পাওয়া যাবে কিনা জেনে নিয়ে এপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিকানা১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০ফোন- ৮৮-০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭এপয়েন্টমেন্ট- এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬কার্ডিয়াক ইমার্জেন্সি: এক্সটেনশন ১১১, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪কার্ডিয়াক এ্যাম্বুলেন্স: এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৩০০৩০০৪ডায়াগনস্টিক ল্যাবরেটরী: এক্সটেনশন ২১৫, ২১৬, ২১৭ব্লাড ব্যাংক: এক্সটেনশন ২১৮কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন: এক্সটেনশন ১৪০ফ্যাক্স- ৮৮-০২-৯৬৭৪০৩০ই-মেইল- info@brahimcardiac.org.bdওয়েব- www.ibrahimcardiac.org.bd

৬) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

এই হাসপাতালে বহি:বিভাগে বিশেষজ্ঞডাক্তারগণ রোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। প্রথমবার রোগীকে ডাক্তার দেখানোর জন্য ৩০০ টাকা মূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয়। পরবর্তী ১ (এক) বছর এই কার্ডদেখিয়ে মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো যায়। এখানে মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থোপেডিক, শিশু রোগ, চক্ষু, নাক-কান-গলা, কার্ডিওলজি, নিউরো সার্জারী, নিউরো মেডিসিন, কিডনি, মানসিক রোগ, ডায়বেটিস, চর্ম রোগ, ইউরোলজি সহ মোট ১৭টি বিভাগের অধীনে প্রতিদিন রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। অবস্থান: মগবাজার ওভারব্রীজ থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইস্কাটন গার্ডেন রোড-এ এটি অবস্থিত।যোগাযোগ: ৮৩১১৭২১-৫এই হাসপাতালের নিজস্ব ৪টি অ্যাম্বুলেন্স রয়েছে। যোগাযোগ: ৮৩১১৭২১-৫।

৭) হারুন আই হসপিটাল

এ হাসপাতালে আলাদা আউটডোর নেই। কেবল বিভিন্ন চক্ষু চিকিৎসকের কনসাল্টেশন সার্ভিস রয়েছে। বিভিন্ন চিকিৎসককে দেখানোর নিয়ম বিভিন্ন। কোন চিকিৎসককে দেখাতে চাইলে শুক্রবার সশরীরে গিয়ে সিরিয়াল নিতে হয় (কেবল শুক্রবারে পুরো সপ্তাহের সিরিয়াল দেয়া হয়)। আবার অনেক চিকিৎসককে দেখাতে চাইলে ফোনে সিরিয়াল দিলেই চলে। অবস্থানধানমন্ডির মিরপুর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য হাসপাতাল থেকে ১০ গজ দক্ষিণে হারুন আই হসপিটাল অবস্থিত।ঠিকানাবাড়ি# ১২/এ, রোড# ৫, মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা- ১২০৫মোবাইল নম্বর: ০১৫৫২-৩৯৭৫১৮, ০১৫৫২-৩৯৭৫১৭অনুসন্ধান৯৬১৩৯৩০-৩৪, ৮৬১৯০৬৮

৮) শমরিতা হাসপাতাল

রোগীর অবস্থা বুঝে কর্তব্যরত ডাক্তার রোগীকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেন। রোগী চাইলে খালি থাকা সাপেক্ষে তার পছন্দমতো কেবিন বা সিট ভাড়া নিতে পারেন। সবসময় সিট বা কেবিন পাওয়া যায়। ছুটির দিনসহ অন্যান্য বন্ধের দিনেও খোলা থাকে। ঠিকানা ও অবস্থানশমরিতা হসপিটাল লিমিটেড৮৯/১, পান্থপথ, ঢাকা-১২১৫।টেলিফোন: ৯১৩১৯০১ (মাস্টার লাইন)ফ্যাক্স: ৮৮-০২-৯১২৯৯৭১ইমেইল: samorita@bangla.netওয়েব: www.samoritahospital.net

লায়ন্স চক্ষু হাসপাতালবহি: হলে দেখাতে র্বিভাগে ডাক্তাররোগীকে টাকা ৩০ পরিশোধ করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হয়। ঠিকানা এবং অবস্থানবাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনলায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণীআগারগাঁও, ঢাকা-১২০৭।ফোন: +৮৮-০২-৯১৩১৯৯০, ৮১১০৮৯৪, ৮১৫৭১৫২।ফ্যাক্স: +৮৮-০২-৮১৫৭১৫২।ইমেইল: blf@blfbd.orgওয়েব: www.blfbd.orgআগারগাঁও আইডিবি ভবনের ১০০ গজ উত্তর পাশে এটি অবস্থিত।

৯) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ

বহির্বিভাগ টিকেটের মূল্য ৫০ টাকা। প্রয়োজনে চিকিৎসক ভর্তির পরামর্শ দেন।ভর্তি ফি ৪০০ টাকা। ঠিকানা ও ফোনপ্লট নং ৭/২, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।ফোন – ৮০৬১৩১৪-৬, ৮০৫৩৯৩৫-৬।ফ্যাক্স -৮০২১৩৯৯ই-মেইল- nhfadmin @ agni. comওয়েবসাইট- www.nht.org.bd

১০) আয়শা মেমোরিয়াল হাসপাতাল

এখানকার বর্হিবিভাগে মেডিসিন, হৃদরোগ, বক্ষব্যাধি, গাইনী, নিউরো মেডিসিন, লিভার, সার্জারী, জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারী, ইউরোলজী, মানসিক, অর্থোপেডিক, নাক-কান-গলা, চর্ম ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়। অবস্থান ও ঠিকানামহাখালী রেল ক্রসিং থেকে ৩০০ গজ পশ্চিম দিকে এগোলে হাতের বামে এটি পাওয়া যায়। (ইউরেকা সিএনজি স্টেশনের পাশের গলি, রাওয়া ক্লাবের বিপরীতে।)ঠিকানা-৭৪/জি, পিকক স্কয়ার, মহাখালী, ঢাকা।ফোন: ৯১২২৬৮৯-৯০, ৮১৪২৩৭০-৭১মোবাইল: ০১৯১৯-৩৭২৬৪৭, ০১৯১৫-৪৯০০০৬-৭

১১) ম্যাক্স হেলথ কেয়ার

শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসটি খোলা থাকে। অবস্থান ও ঠিকানাগুলশান-১ চৌরাস্তার উত্তর পশ্চিম কোনায় অবস্থিত নাভানা টাওয়ারের ৮ তলায় ম্যাক্স হেলথ কেয়ার সেন্টার অবস্থিত। এটির ঠিকানাস্যুইট # বি, লেভেল# ৭ (৮ম তলা), নাভানা টাওয়ার, ৪৫ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৮৮২১৬০৪, ০১৯২৯-০০০০০০, ই-মেইল-maxhealthcare@mirageservicese.com, ওয়েবসাইট-www.maxhealthcare.in

১২)  ইউনাইটেড হাসপাতাল, গুলশান

এই বিভাগে রোগী দেখাতে হলে প্রথমেই রেজিষ্ট্রেশন/নিবন্ধন করতে হবে। রেজিষ্ট্রেশন/নিবন্ধন ফি ৬০০ টাকা। হাসপাতালের ওযেবসাইটের মাধ্যমেও রেজিষ্ট্রেশন/নিবন্ধন করা যায়। এক্ষেত্রে হাসপাতালে এসে ফি পরিশোধ করতে হবে। ঠিকানা ও যোগাযোগ ও অবস্থানইউনাইটেড হসপিটাল, প্লট – ১৫, সড়ক – ১৭, গুলশান, ঢাকা, বাংলাদেশ। ফোন:- ৮৮৩৬০০০, ৪৪৩৬৪৪৪, ০১৯১৪০০১৩১৩। ফ্যাক্স:- ৮৮-০২-৮৮৩৬৪৪৬জরুরী:- ০১৯১৪-০০১২৩৪, ০১৯১৪-০০১২৩২। ওয়েব সাইট:-www.uhlbd.com

১৩) ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল

মাত্র ৫০ টাকা ফি দিয়ে সার্বক্ষণিক আউটডোর সার্ভিস, ১৫০ টাকা ফি দিয়ে আরপি ও আরএস এবং ২০০ টাকা ফি দিয়ে মেডিসিন, গাইনী, ইএনটি, শিশুরোগ, চর্ম ও যৌন রোগ, মনোরোগ, জেনারেল সার্জারী, নিউরো সার্জারীসহ সকল বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। ঠিকানা১/১/বি, কল্যাণপুর, ঢাকা-১২১৬। ফোন ৯০১০৩৯৬, ৯০০৫৫৯৫, ৯০০৫৬১৭। ফ্যাক্স ৮৮০-২-৯০০৫৫৯৫। ই-মেইলismcdhaka@yahoo.com,ওয়েবসাইট www.ismc.ac.bd

১৪) ইসলামিয়া চক্ষু হাসপাতাল

কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে।এখানে মোট ৭টি বিভাগ রয়েছে। এগুলো হলো – 1. General ophthalmic service, 2. Refractive error, 3. Amblyopia, 4. Squint, 5. Cataract, 6. Injury, 7. শিশু চক্ষু রোগ। অবস্থানফার্মগেট, শেরে বাংলা নগর, ঢাকা – ১২১৫ – এ এই ঠিকানায় হাসপাতালের অবস্থান। ৩ (তিন) তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পশু সম্পদ অধিদপ্তরের বিপরীত দিকে অবস্থিত। ফোন: ৮১১২৮৫৬, ৯১১৯৩১৫; ই-মেইল: eih1960@yahoo.com

১৫) উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল

এখানে জরুরী বিভাগে রোগী দেখানোর জন্য ফি ১০০ টাকা। বহির্বিভাগে ডাক্তার কনসালটেশন ফি বিশেষজ্ঞ ভেদে ৩০০, ৪০০ ও ৫০০ টাকা ফি। রোগী ভর্তি করানোর জন্য রিসিপশনে ম্যানেজার, সিআরও এর কাছে ৫০০ টাকা ভর্তি ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হয়। ঠিকানাবাড়ি# ২১, রোড# ১৫, সেক্টর# ৩, উত্তরা, ঢাকা- ১২৩০।লোকেশনআজমপুর বাস স্টপেজ থেকে ২০০ গজ পশ্চিমে রবীন্দ্র সরণী রোডে।

১৬) উত্তরা মডার্ন হাসপাতাল

বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী ও শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়।বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা।সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত। ঠিকানা ও যোগাযোগহাউজ # ২২, সেক্টর # ৭, রবীন্দ্র সরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।ফোন: ৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭মোবাইল: ০১১৯৬-১৫৫৬০০ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬৩৩৯৯

১৭) এস পি হসপিটাল এন্ড আর্থাইটিস রিসার্স সেন্টার

অবস্থানএটি শ্যামলী রিং রোডে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক হতে ৫০০ গজ পূর্ব দিকে প্রতিষ্ঠানটি অবস্থিত।ঠিকানাবাড়ী#৮, আদর্শ ছায়ানীড়, শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা- ১২০ফোন- ৮১৪২১৮৪, ৮১৪২১৮৩মোবাইল- ০১৭১১-৬৮২৭৭১, ০১৭১২-২৮৩৪৮৪

কিউর মেডিকেল সেন্টার লিঃ অবস্থান: গুলশান ১ ডিসিসি পাকা মার্কেটের বিপরীতে কিউর মেডিকেল সেন্টার লিঃ এর অবস্থান।ঠিকানা: বাড়ি# ৫, সড়ক# ১৬, গুলশান ১, ঢাকা- ১২১২ফোন- ৯৮৯৪৭৭৬, ৮৮৬০৮৫৪মোবাইল- ০১৮১৯-২২১৯২৬

১৮) কেয়ার হাসপাতাল

২/১ এ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭ফ্যাক্স: ০৮৮-০২-৮১১০৮৬৪ই-মেইল: carehospital@rocketmail.comওয়েবসাইট: www.carehospitalbd.com

১৯)  ক্যান্সার হোম

অবস্থান: মহাখালী ওয়ারলেসে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ গজ পূর্বে পানির ট্যাংকির বিপরীতে এর অবস্থান।ঠিকানা: রাফা মেডিকেল সার্ভিসেস৫৩, মহাখালী (নিচতলা)ফোন- ০২-৯৮৬১১১১মোবাইল- ০১৭১৫-০৯০৮০৭, ০১৯৭৫-০৯০৮০৭ই-মেইল- cancerhome@hotmail.comওয়েব- www.cancerhomebd.com

২০) গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল

হাসপাতালের বর্হিবিভাগ শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের কনসাল্টেশন সুবিধাও আছে। চিকিৎসক ভেদে ফি ৪০০ থেকে ৭০০ টাকা। অবস্থান: ল্যাব এইড হাসপাতালের পূর্ব পাশ থেকে ১৫০ গজ উত্তরে রাস্তার পূর্বে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অবস্থান।ঠিকানা: ৩২, বীর উত্তম, কে.এম শফিউল্লাহ রোড, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৫ফোন- ০২- ৯৬১২৩৪৫ এক্স- ১৩২৬ফ্যাক্স- ৮৮-০২- ৯৬৭১০৮০মোবাইল- ০১৭১৬-৩২৯৯৬৪ই-মেইল- kawsar8877@yahoo.com

২১) নিবেদিতা শিশু হাসপাতাল

রোগী ভর্তি হতে হলে হাসপাতালে ঢুকে সামনের ১ নং কাউন্টারে যোগাযোগ করতে হবে। প্রথমে সিরিয়াল দিতে হবে তার জন্য ২০০ টাকা ভিজিট দিতে হবে। কেবল শিশুদের চিকিৎসা দেয়া হয়। অবস্থান: এটি জয়কালী মন্দির থেকে দক্ষিণ দিকে সিলভারডেল গার্লস স্কুলের উল্টো দিকে অবস্থিত।ঠিকানা: ১১/১ হেয়ার ষ্ট্রীট, ওয়ারী, ঢাকা।

২২) ন্যাশনাল আই হাসপাতাল

১ম শিফট সকাল ৮.৩০ টা থেকে ২.০০ টাপর্যন্ত এবং ২য় শিফট বিকাল ৫.০০ টা থেকেরাত ৯.০০ টা পর্যন্ত। অবস্থান: উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডে অবস্থিত ঢাকা উইমেন কলেজের পাশে এই হাসপাতালটি অবস্থিত। ঠিকানা: ন্যাশনাল আই হাসপাতালউত্তরা ৭ নম্বর সেক্টর, বাড়ি নং-ক, রোড নং-২৭।ফোন: ৮৯৫৭২৪৭মোবাইল: ০১৭৫২০৫৮১০৮

২৩) পেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতাল

এই হাসপাতালে ডাক্তারগন সাধারনত ২টি শিফটে রোগী দেখে থাকেন। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ৮টা। প্রতি শিফটে ৪ জন করে ডাক্তার বসেন। ঠিকানা এবং অবস্থানপেডিকেয়ার নবজাতক ও শিশু হাসপাতালবাড়ি: ৫৫, সড়ক: ০১, সেক্টর: ০৯উত্তরা, ঢাকা-১২৩০।ফোন: ৮৯১৪৬৭৬, ৮৯২৪২৪০মোবাইল: ০১৬৭২-৯৩৬৯০১উত্তরা আধুনিক কলেজ সংলগ্ন।

২৪) পেশেন্ট কেয়ার হাসপাতাল

অবস্থান: উত্তরা সোনারগাঁ জনপথ রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল থেকে ২০০ গজ পূর্ব দিকে এই হাসপাতালটি অবস্থিত।ঠিকানা: পেশেন্ট কেয়ার হাসপাতালহাউজ# ৯০, সেক্টর # ৯, সোনারগাঁ জনপথ রোড, উত্তরা, ঢাকা।ফোন: ৮৯২১২১মোবাইল: ০১৯১৮-৭৪৯৪২

২৫) মডিউল জেনারেল হাসপাতাল

ঠিকানা এবং অবস্থানহাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত।মডিউল জেনারেল হাসপাতাল১/জি/৩, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে)ঢাকা ১০০০।ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮মোবাইল: ০১৭১৩-৪৯২৭৭৩-৬

২৬) মনোয়ারা হাসপাতাল (রাঃ) লিমিটেড

ঠিকানা ও অবস্থান: ৫৪, সিদ্ধেশ্বরী রোড, ঢাকা ১২১৭।বেইলী রোড থেকে ভিকারুন্নেসা নূন স্কুলের পূর্ব পাশের সড়ক দিয়ে প্রবেশ করে ১০০ গজ সামনে হাতের ডানপাশে এই হাসপতালটি অবস্থিত।যোগাযোগ: ফোন- ৮৩১৮১৩৫, ৮৩১৯৮০২ ও ৮৩১৮৫২৯।মোবাইল- ০১৭১৫-৮৩৯৪০০।ই-মেইল- monowara@bo-online.net

২৭) মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট

বহি:বিভাগে ১৫ টাকা টিকেট কেটে ডাক্তার দেখাতে হয়। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বহি:বিভাগে ডাক্তার দেখানো যায়। যাত্রাবাড়ি থানার অন্তর্গত মাতুয়াইল এলাকা মোড় থেকে দক্ষিণ দিকে ২০০ গজ সামনে শিশু-মাতৃস্বাস্থ্য ইনষ্টিটিউট অবস্থিত। ঠিকানা: কদমতলী (শ্যামপুর), মাতুয়াইল, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর ৭৫৪২৮২০-২৮। অনুসন্ধান ডেস্কের নম্বর ৭৫৪২৮২০-২৮