A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
ডায়াবেটিক ফুট কেয়ার

Diabetic foot: What is the solution to this terrible disease?

ডায়াবেটিক ফুট হচ্ছে একটি স্বাস্থ্য সমস্যা যেখানে ডায়াবেটিস রোগ বা অন্য রোগের কারণে কারণে রোগীর পায়ে বিভিন্ন সংক্রমণ হয়।পায়ের এ অবস্থায় পায়ের ঘা,কাটা এগুলো শুকায় বরং দিন দিন বেড়েই চলে।একসময় গাংগ্রিন হয়ে গেলে পা কেটে ফেলতে হয়। “ডায়াবেটিক ফুট” রোগীদের কাছে একটি আতংকের নাম।তবে সঠিকভাবে চিকিৎসা নিলে এ রোগ প্রায়ই ক্ষেত্রে ভালো হয়ে যায়।রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসে।

ডায়াবেটিসের কারণে আক্রান্ত পায়ের চিকিৎসায় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়:

# আক্রান্ত পায়ের উপর দেহের ওজন বা চাপ কমানো
# পায়ের সংক্রমিত,পচা ও অকার্যকর কোষ-কলা নিয়মিত পরিষ্কার করা
# আক্রান্তের ক্ষতে নিয়মিত ড্রেসিং
# জীবাণু সংক্রমণের ক্ষেত্রে যথাযথ এন্টিবায়োটিকের ব্যবহার
# পায়ের ধমনীজনিত কারণে সমস্যা হলে “ভাস্কুলার সার্জন” এর শরণাপন্ন হওয়া
# বিশেষ কারণে আক্রান্ত পা বা পায়ের অংশ বাদ দেয়া
এক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসক ই নির্ণয় করবেন,আপনার কোন প্রকারের চিকিৎসা প্রয়োজন

প্রতিরোধ : প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, তাই ডায়াবেটিস রোগীদের নিয়ম মেনে জীবনযাপন করতে হবে-

# প্রতিদিন পা এর প্রতি খেয়াল রাখুন
# নিয়মিত পা পরিষ্কার রাখুন
# পায়ের চামড়া নরম বা মোলায়েম রাখার চেষ্টা করুন।এতে ছোট ছোট শুকনা চামড়া উঠে যাওয়া প্রবণতা রোধ হবে।পায়ে         ভেসলিন বা লোশন বা গ্লিসারিন দিতে পারেন।
# পায়ের নখ ছোট রাখতে হবে সবসময় এবং নখ কাটার সময় কোন ধরনের চামড়া টেনে তোলা যাবে না
# খালি পায়ে একদম হাঁটা যাবে না
# মোজা পরার অভ্যাস থাকলে,নিয়মিত পরিষ্কার মোজা পড়তে হবে
# পায়ের নিয়মিত চেক করতে হবে,বিশেষ করে “সোল”

ডায়াবেটিক ফুট-এ পায়ের যত্ন

কৃতজ্ঞতাঃ

ডাঃ এম এ মুকিত
ডায়াবেটিক ফুট ও বেড সোর স্পেশালিস্ট
কনসালটেন্ট অর্থোপেডিক
পিপলস হাসপাতাল,
৯৪, কে বি ফজলুল কাদের রোড,চকবাজার মেডিকেল এর সামনে,চট্টগ্রাম
ফোনে পরামর্শ পেতে কল করুনঃ ০১৬৭৪- ৬৫৯ ৫৪৮
সিরিয়ালঃ ০১৯৬১-১৪০০৯৩

ডায়াবেটিক ফুট: এ ভয়ংকর রোগের সমাধান কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *