A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)
ইনসুলিন

As much as rules for insulin use

ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ইনসুলিন(insulin) একটা কমন জিনিস।এটি একটি হরমোন যা দিয়ে গ্লূকোজকে নিয়ন্ত্রণ করা হয়। অনেকের এটি নিয়মিত হয় এবং এটি দ্রুত কাজ করে।তবে ইনসুলিন নেয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে।

ইনসুলিন নেয়ার সময় এবিষয় গুলো খেয়াল রাখতে হবে:

# ইনসুলিন নিতে হবে ঠিক চামড়ার নিচে ফ্যাটি টিস্যুতে।মাংশপেশীতে নয়।

# ইনসুলিন রোগের উপর ভিত্তি করে ৪ ধরনের আছে।কখনো এক সিরিন্জে ২ ধরনের ইনসুলিন নেয়া যাবে না।

ডায়াবেটিস টেস্ট করার আগে এ বিষয় গুলো মনে রাখুন

# ইনসুলিন নেয়ার সময় ভেতরে কোন  এয়ার বাবল আছে কিনা দেখে নিতে হবে।

# পেটে যখন ইনসুলিন নিবেন তখন খেয়াল রাখবেন,যেন নাভী থেকে কমপক্ষে ২ ইঞ্চি দূরে ইনজেক্ট করতে হবে।

# উরুতে যখন ইনসুলিন নিবেন খেয়াল রাখবেন উরুর শুরু থেকে ৪ ইঞ্চি নিচে আর হাটুর থেকে ৪ ইঞ্চি উপরে ইনজেক্ট করতে হবে।কারণ এ অংশে রক্তনালী থাকে।

# বাহুতে যখন ইনসুলিন নিবেন খেয়াল রাখবেন যেন বাহুর পিছনের দিকে,কুনুই ও বাহুর মাঝের অংশের ফ্যাটি টিস্যুতে ইনজেক্ট করতে হবে।

# নিতম্বে যখন ইনসুলিন নিবেন তখন খেয়াল উপরের অংশে নিতে হবে।নীচের অংশে কখনো নেয়া যাবে না।রক্তনালী থাকতে পারে।

# কোন ক্ষতে,কাটা-ছেড়া ববা ঘা অংশে ইনসুলিন ইনজেক্ট করা যাবে না।

# ইনসুলিন নিয়ে সাথে সাথে কাজ বা ব্যায়াম করা যাবে না।

ডায়াবেটিক ফুট, ডায়াবেটিস রোগীর কাছে একটি আতংকের নাম

# ইনজেক্ট করার সাথে নিডল বের করা যাবে না,মিনিমাম ৫ সেকেন্ড রাখতে হবে।

# ইনসুলিন সিরিঞ্জ ৪ ধরনের আছে তাই কোনটি দিয়ে ইনজেক্ট করবেন তা অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে নিবেন।

# এক সিরিঞ্জ একবারের অধিক ব্যবহার করা উচিত নয়।

# ইনসুলিন নেয়ার আগে প্রতিদিন গ্লূকোজ মাপার অভ্যাস করা উচিত।

বাজার থেকে ইনসুলিন ও ইনসুলিন সিরিঞ্জ কেনার সময় তারিখ ও আগে ব্যবহার হয়েছে কিনা খেয়াল রাখবেন।

ইনসুলিন ব্যবহারের যত নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *