A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

৭ টি গুণ না থাকলে ঐ ডাক্তারকে এড়িয়ে চলুন

আমাদের দৈনন্দিন জীবনে ডাক্তার শব্দটি বিরাট অংশ জুড়ে রয়েছে।এটি আমাদের কাছে শ্রদ্ধার ও ভালোবাসার।পৃথিবীর কারো কাছে না বলা কথাটা আমরা ডাক্তারের কাছে অবলীলায় খুলে বলি,তাকে বিশ্বাস করি।সমাজে ডাক্তারদের জন্য রয়েছে অঘোষিত সম্মানের স্থান যেমন প্রফেসর ডাঃ এম আর খান, প্রফেসর নুরুল ইসলাম, ডাঃ এ বি এম আবদুল্লাহ ইত্যাদি ডাক্তারগণের কীর্তি রোগীদের মুখে মুখে ফিরে।

কিন্তু ইদানিং ডাক্তার নিয়ে মানুষের অভিযোগ বাড়ছেই,হয় চিকিৎসা নিয়ে নতুবা ব্যবহার নিয়ে।মানুষ খুব অসহায় হয়ে ডাক্তারের কাছে যায় আর অসহায় মানুষের ব্যবহারে একটু অসামঞ্জস্য থাকবে,একটু অস্থির, একটু ভীত। এটাই স্বাভাবিক।এগুলো সহ্য করে যিনি চিকিৎসা দিয়ে রোগী ভালো করেন।রোগী সেই ডাক্তারের জন্য জীবন দিতে প্রস্তুত থাকেন।

হাতের আঙ্গুল যেমন এক না,সব ডাক্তারও এক না। তাই, বারবার ডাক্তার বদলের চেয়ে আমরা যাওয়ার আগে খোঁজ নিব।

কিভাবে খোঁজ নিবঃ

# চিকিৎসা করিয়েছেন এমন রোগী থেকে

# বন্ধুদের থেকে

# অনলাইনে

কাদের থেকে খোঁজ নিব না?

# ফামেসির লোক

# ঔষধ কোম্পানির লোক

# হাসপাতালের যে কোন কর্মচারী

# গাড়ীর ড্রাইভার

 

একজন আর্দশ ডাক্তারের যে গুণ গুলো থাকেঃ

১) সময় দিয়ে আপনার কথা শুনবে

২) সময় দিয়ে আপনার সমস্যা বুঝিয়ে দিবে

৩) সময় দিয়ে আপনাকে পরীক্ষা করবে

৪) যিনি খুব বেশী অতিরিক্ত রোগী দেখেন না ( গড়ে ৬০ জন রোগী )

৫) ল্যাব টেস্টের জন্য নির্দিষ্ট কোন ডায়াগনস্টিক সেন্টার ঠিক করে দিবে না। ( ভালো দেখে অপশন দিতে পারেন)

৬) ল্যাব টেস্টের করার আগে প্রস্তুতি ও সর্তকতা বলে দিবেন।

৭)  যিনি এক সাথে একের অধিক রোগী দেখেন না ও রোগীর প্রাইভেসিকে সম্মান করেন।

 

রোগী হিসেবে আপনার দায়িত্বঃ

# প্রশ্ন থাকলে করে ফেলুন, না করে চেম্বার থেকে বের হয়ে অযথা বদনাম করবেন না।

# আর্থিক সমস্যা থাকলে প্রথমেই বলে ফেলুন।

# টেস্ট না করিয়ে মেডিসিন নিবেন।তারপর ইম্প্রুভ না হলে বদনাম করবেন তা হবে না।

# আপনার মিথ্যার জন্য হয়তো কোন রোগী একজন পারফেক্ট ডাক্তার হারাবে।

# কম্পাউন্ডারকে ঘুষ দিতে চেষ্টা করবেন না।

# সিরিয়াল ক্রস করার চেষ্টা করবেন না।

# আপনার ব্যবহার ও ধৈর্য্য আপানাকে সেরা সেবা পেতে সাহায্য করবে।

ডাক্তার থেকে উপকার পেলে তা অন্যজনের সাথে শেয়ার করুন।জানিয়ে দিন।এটা ডাক্তারের প্রাপ্য হক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *