A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

হেপাটাইটিস-বি, কি টেস্ট করতে হবে এবং কেন করবো

হেপাটাইটিস-বি, কি টেস্ট করতে হবে এবং কেন করবো

হেপাটাইটিস (Hepatitis) একটি পরিচিত আতংকের নাম।এটি লিভারের একটি সংক্রমণ। সাধারণত ভাইরাসের কারণে হয়ে থাকে অথবা লিভার ড্যামেজের কারণে হয়ে থাকে মদ্যপানের কারণে।বিভিন্ন ধরনের হেপাটাইটিস আছে যা সবসময় ক্ষতি করে না বা স্বল্প সময়ে চলে যায়।আবার কিছু দীর্ঘস্থায়ী।

হেপাটাইটিস নির্ণয় করতে বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়।আজ আমরা সেসব সম্পর্কে জানবোঃ

চট্টগ্রামের সেরা ১০ মেডিসিন বিশেষজ্ঞ

 

 

প্রাইমারী ডায়াগনস্টিক টেস্টঃ

# HBsAg

# Anti-HBs

# Anti-HBc Total

# Anti-HBc-IgM

চট্টগ্রামের সেরা ১০ মেডিসিন বিশেষজ্ঞ

হেপাটাইটিস মনিটরিং টেস্টঃ

# HBrAg

# Anti-HBe

# HBV-DNA

 

 

HBsAg: এই টেস্ট দিয়ে কি বুঝবো——

এটির রিপোর্ট নেগেটিভ মানে রোগীর হেপাটাইটিস বি নেই।

যদি রিপোর্ট পজিটিভ হয়,তবে এটিকে ক্রনিক ইনফেকশন হিসেব করা হবে যদি ৬ মাস পরেও এই টেস্টে পজিটিভ আসে।

চট্টগ্রামের সেরা ১০ মানসিকরোগ বিশেষজ্ঞ

 

Anti HBc Total: এই টেস্ট দিয়ে কি বুঝবো——

রিপোর্ট নেগেটিভ মানে আগের হেপাটাইটিস বি জনিত ইনফেকশন নেই।

যদি রিপোর্ট পজিটিভ আসে,তাহলে রোগী ইনফেক্টেড।

 

Anti HBsAg: এই টেস্ট দিয়ে কি বুঝবো——

রিপোর্ট নেগেটিভ মানে রোগীর শরীরের হেপাটাইটিস বি নিয়ে কোন ইমিউনিটি নেই।

রিপোর্ট পজিটিভ মানে রোগীর শরীরে ইমিউনিটি বিল্ড আপ করেছে।

তবে ১% মানুষের শরীরে ইনফেকশন থাকা সত্বেও পজিটিভ আসে।

চট্টগ্রামের সেরা ১০ নাক,কান ও গলারোগ বিশেষজ্ঞ

 

 

অন্য বায়োকেমিক্যাল টেস্টঃ

# Total and Direct Bilirubin

# ALT

# AST

# Alkaline Phosphates

# Prothrombin Time

# Total Protein

# Globulin

# CBC

চট্টগ্রামের সেরা ১০ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

2 thoughts on “হেপাটাইটিস-বি, কি টেস্ট করতে হবে এবং কেন করবো”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *