Why hemoglobin test and caution
হিমোগ্লোবিন টেস্ট (Hb test) দিয়ে আপনার শরীরে হিমোগ্লোবিন এর পরিমাণ মাপা হয়।এটি লাল রক্তকণিকার প্রোটিন অংশ যা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। হিমোগ্লোবিন এর কারণেই রক্তের রং লাল হয়। শরীরের বিভিন্ন রোগে হিমোগ্লোবিন টেস্ট করা হয় বিশেষ করে “রক্তরোগে”।
আমাদের দেশে মানুষের শরীরে হিমোগ্লোবিন এমনিতেই কম তবে শিশু ও মেয়েদের রক্তশূন্যতার সমস্যা বেশী।শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া ও বেড়ে যাওয়া ২টায় রোগের লক্ষণ।
চট্টগ্রামের সেরা ১০ ডাক্তার সম্পর্কে জানতে ক্লিক করুন
***কিভাবে বুঝবো শরীরে হিমোগ্লোবিনের সমস্যা হয়েছে?
# শরীর অবসাদ লাগা
# শরীরে শক্তি কমে যাওয়া
# ওজন কমে যাওয়া
# শরীরে পুষ্টিহীনতা
# জন্ডিস
# প্রস্রাবে রক্ত যাওয়া
# মলের সাথে রক্ত যাওয়া ( মলের রং কালো হবে )
# অতিরিক্ত বমি হওয়া
# শরীরে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া
# চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া
# শ্বাসকষ্ট
# অনিয়মিত হৃৎস্পন্দন
# চোখে দেখতে সমস্যা হওয়া
# মাথা ব্যথা
# স্পিলিন বড় হয়ে যাওয়া
কোন কোন রোগে হিমোগ্লোবিন কমে যায়ঃ
# রক্তশূন্যতা
# কিডনী ডিজিস
# লিভার ডিজিস
# ক্যান্সার
# কেমোথেরাপি
# রেডিয়েশন ট্রিটমেন্ট
# পুষ্টিহীনতা
# ম্যালেরিয়া
# ডেঙ্গু
# থ্যালাসেমিয়া
# হাইপো থায়রডিজম
মনে রাখবেনঃ
# গর্ভবতী মহিলাদের হিমোগ্লোবিন একটু কম থাকে।
# রক্ত ডোনেট করার পর অনেকের হিমোগ্লোবিন একটু কমে যেতে পারে যা রেস্ট নিলেই সেরে যাবে।
প্রবাসীরা বিদেশে যে ১০টি রোগে বেশী ভুগেন
কোন কোন রোগে হিমোগ্লোবিন বাড়ে,এটাও কিন্তু সমস্যাঃ
# পলিসাইথেমিয়া ভ্যারা
# কিডনী ক্যান্সার
# ক্রনিক লাং ডিজিস
# হার্ট ডিজিস
# পানিশূন্যতা
# ধূমপান
# খুব বেশী উচ্চতায় বসবাস
# পুড়ে গেলে
মনে রাখবেনঃ ১ ব্যাগ রক্ত দিলে 1.5-2gm/dl হিমোগ্লোবিন বাড়ে।
অটোমেশনে হিমোগ্লোবিন রেজাল্ট ও ম্যানুয়ালি হিমোগ্লোবিন রেজাল্টের সাথে সামান্য পার্থক্য হতে পারে।তবে ০.৫ এর বেশী গ্রহণযোগ্য নয়।সিবিসি (CBC) করালে আলাদা করে হিমোগ্লোবিন টেস্ট করার দরকার নাই।