১. ইম্পেরিয়াল হসপিটাল (টেস্ট প্রাইস বেশী কিন্তু কোয়ালিটি অসাধারণ)
২. এপিক হেলথ কেয়ার ( স্টান্ডার্ড মেইনটেইন করে ও ISO সনদ প্রাপ্ত,চট্টগ্রামে শুধু এদেরই আছে)
৩. মেঘনা ল্যাবরেটরি ( মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের জন্য এরা চট্টগ্রামে সেরা)
৪) ল্যাবএইড ( মলিকুলার টেস্টের চট্টগ্রামে এরা সেরা)
বাকীদের লিস্টে জায়গা দিতে পারলাম না।
বড় আর পুরনো মানে ভালো টেস্ট নয়।
ব্রান্ড মানেই ভালো টেস্ট নয়।
কম দাম মানেই ভাল টেস্ট নয়।
রোগীর চিকিৎসা খরচ ৫০% বাড়িয়ে দেয় ভুল টেস্ট।
যাদের ল্যাব ম্যানেজমেন্ট এক্সপার্ট নেই,কোয়ালিটি ম্যানেজার নেই।সেখানে টেস্ট করা মানে টাকা পানিতে ফেলা।