A Leading Doctor information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
dr3 (1)

ল্যাবে প্রস্রাব বা ইউরিন টেস্ট (Urine Test) করার আগে জেনে নিন

hello doctor ctg

Before you do urine test in the lab, find out important things

প্রস্রাব বা urine আমাদের শরীরের তরল বর্জ্য পদার্থ।পানি,লবণ,ইউরিয়া,ইউরিক এসিড ও আরো বিভিন্ন এলিমেন্ট দিয়ে প্রস্রাব গঠিত।শরীর প্রস্রাবের মাধ্যমে অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক জিনিস বের করে দেয়।প্রস্রাব সঠিক ভাবে পরীক্ষার মাধ্যমে অনেক রোগ সহজেই ধরা সম্ভব এবং তা প্রাথমিক স্টেজ এ থাকতেই।সঠিক রিপোর্ট পাওয়ার জন্য আপনাকে প্রস্রাব পরীক্ষার কিছু ব্যাপার সর্ম্পকে অবশ্যই জানতে হবে।আপনার সহযোগীতা দ্রুত রোগ নির্ণয়ে ভূমিকা রাখবে।

১) প্রস্রাব টেস্টের ( urine test ) ক্ষেত্রে স্যাম্পল হিসেবে সকালে প্রথম প্রস্রাবটা উত্তম ধরা হয়।

 

২) এখানে খালি পেট বা ভরা পেট এরকম কোন কন্ডিশন নেই।

 

৩) টেস্ট করার আগে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।

 

৪) যতটুকু পরিমাণ দিতে বলা হয়,ততটুকুই দিন।

 

৫)  ল্যাব থেকে যে কন্টেইনার বা ভায়াল দেয়া হয় সেটাতে স্যাম্পল দিতে হবে।কারণ  এগুলো ওয়ান টাইম ইউজ ও ডিসইনফেক্ট

করা।

 

৬) স্যাম্পল নেয়ার আগে কন্টেইনার বা ভায়াল চেক করে দেখুন ঠিক আছে কিনা বা  ভেতরে কিছু আছে কিনা।

 

৭) প্রস্রাব নেয়ার সময় প্রথম কিছু অংশ বাদ দিতে হবে,মাঝের সময়টুকু নিতে হবে। শেষ অংশটুকু নেয়া যাবে না।

 

৮) প্রস্রাব নেয়ার পূর্বে পুরুষ/মহিলা উভয়ের জননাঙ্গ পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

 

৯) প্রস্রাব নেয়ার সময় খেয়াল রাখতে হবে যেন কন্টেইনার এর ভেতরে পানি বা টিস্যু  না পড়ে।

 

১০) কন্টেইনার এর ভেতর হাত দেয়া যাবে না।কারণ এতে আপনার হাতের “নরমাল  ফ্লোরা বা ব্যাকটেরিয়া ” ট্রান্সফার হতে

পারে।

 

১১) রোগী যদি ক্যাথেটার বা ইউরোব্যাগ ব্যবহার করে,তাহলে স্যাম্পল নেয়ার সময় খেয়াল রাখতে হবে প্রস্রাব যেন ১-২ ঘন্টার বেশী জমানো না হয়।কারণ জমে থাকা   প্রস্রাবে “পাস সেল” ও ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।

 

১২) সবচেয়ে ভালো হয় যদি নতুন ইউরো ব্যাগ বা ক্যাথেটার থেকে স্যাম্পল নিতে  পারলে।

 

১৩) “Culture and Sensitivity Test”  এর সময় আপনি যদি এন্টিবায়োটিক নিয়ে  থাকেন তাহলে তা ল্যাব টেকনোলজিস্ট জানাবেন।

 

১৪) আপনি যদি এন্টি-টিবি ড্রাগ নিয়ে থাকেন তাহলে অবশ্যই তা জানাবেন।কারণ এ  ঔষধ প্রস্রাবের রং পরিবর্তন করে দেয়।

 

১৫) যদি দীর্ঘ দিন ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে থাকেন,তবে তা স্যাম্পল দেয়ার সময় অবশ্যই জানাবেন।

 

১৬) প্রস্রাবের সাথে যদি অন্য কিছু যায়(পুজ,রক্ত) তবে সেগুলো সহ স্যাম্পল নিবেন।

 

১৭)  আপনাকে যদি ২৪ ঘন্টার প্রস্রাব টেস্ট দেয়া হয় তাহলে স্যাম্পল কন্টেইনার ল্যাব  থেকে নিয়ে আসবেন কারণ এ টেস্টের জন্য “প্রিজারভেটিভ” ব্যবহার করা যেমন:   ফরমালিন,থাইমল,টলুইন ইত্যাদি।স্যাম্পল নেয়ার পুরো প্রক্রিয়াটা ভালো ভাবে জেনে নিবেন।

 

১৮) বাসা থেকে যদি স্যাম্পল নিয়ে আসেন তবে তা কালেকশন করার ১ ঘন্টার ভেতরে নিয়ে আসবেন।

 

১৯)” প্রেগন্যান্সি টেস্ট ” এ সকালের স্যাম্পল ছাড়া টেস্ট করাবেন না।কারণ এসময় “HCG” হরমোন বেশী থাকে।

 

২০) মহিলা রোগীর ক্ষেত্রে যদি পিরিয়ড  বা Menstruation হচ্ছে,তাহলে পিরিয়ডের   সময় কমপ্লিট হওয়ার স্যাম্পল দিতে হবে।কারণ “RBC cell” থাকার কারণে   রিপোর্ট ভুল আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *