রোগী কল্যাণ সমিতি
(হাসপাতাল সমাজসেবা কার্যালয়)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,বাংলাদেশ
প্রতিষ্ঠাঃ ১৯৬২ সালের ১৩ ডিসেম্বর
নিবন্ধনঃ ১৯৬৩ সালে
নিবন্ধন নং– চট্ট-৮(৩৭৮)৬৩
উদ্দেশ্য ও কাজঃ
১/ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত দরিদ্র ও অসহায় রোগীদের ভর্তি ও চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান।
২/ হাসপাতালে ভর্তিকৃত দুঃস্থ রোগীদের জীবন রক্ষাকারী ঔষুধ(যে গুলো হাসপাতাল হতে সরবরাহ করা হয় না) রক্ত,বস্ত্র,চশমা,কৃত্রিম অঙ্গ ও যাতায়াত খরচ প্রদান এবং বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা।
৩/ হাসপাতালে পরিত্যক্ত অসহায় শিশুদের ছোটমণি নিবাস,সরকারী শিশু সদন বা শিশু পরিবারে ভর্তির প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।
৪/ মহিলাসহ নিঃসম্বল রোগীদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল উদ্যাগ গ্রহণ।
৫/ মৃত দুঃস্থ রোগীদের লাশ পরিবহনের জন্য আর্থিক সহায়তা প্রদান।
এ পর্যন্ত মোট সেবাগ্রহীতা : ৩ লক্ষাধিক বা বেশী
লোকেশনঃ
ওয়ার্ড নং-৭, কক্ষ নং-২৪৯,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ফোন: ০৩১-৬৩০১৭৯, ০৩১-৬১৬০৩৭
সভাপতি: ০১৭৬৯-২৪৭৫৬৮
সাধারণ সম্পাদক : ০১৭০৮-৪১৪৬০৪