মানুষের বয়স যত বাড়তে থাকে তার ইমিউনিটি লেবেল তত কমতে থাকে।যে আপনি হয়তো একসময় ঘন্টার পর ঘন্টার হাঁটতে পারতেন, আজ অল্প হাঁটলেই হাপিয়ে উঠেন।এসময়টা খুবই সর্তক থাকতে হবে।এসময়ে রোগ শরীরে বাসা বাঁধার চেষ্টা শুরু করে।দূর্বল লাগা,মাথা ঘোরানো,ভুলে যাওয়া,একটু বেশী প্রস্রাব হওয়া,ঘুম না হওয়া-মোটেও অবহেলা করা উচিত হবে না।শুরুতে রোগ ধরা পড়লে আপনার কষ্ট ও টাকা দুটোই সাশ্রয় হবে।
স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন, প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম।এ মন্ত্রে আমাদের জীবনে চলা উচিত।ল্যাব বা ডায়াগনস্টিক টেস্ট আপনাকে শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থা সর্ম্পকে ধারণা দিবে।কি অবস্থায় আছে,কার কি প্রয়োজন,কতটুকু সে চলবে!
আজকে আমরা যেসব গুরুত্বপূর্ণ ল্যাব টেস্ট নিয়ে আলোচনা করবোঃ
—————————————- সিবিসি
# এই টেস্ট আমাদের রক্তশূন্যতা নিয়ে ধারণা দেয়।
# শরীরে কোন ইনফেকশন লুকায়িত থাকলে তার ইঙ্গিত দেয়।
# রক্তে ক্যান্সার হবার কোন লক্ষণ থাকলে তার ইঙ্গিত দেয়।
—————————–বেসিক ইলেক্ট্রোলাইট প্যানেল
১) সোডিয়াম
২) পটাশিয়াম
৩) ক্লোরাইড
৪) কার্বন ডাই অক্সাইড
৫) ব্লাড ইউরিয়া নাইট্রোজেন
৬) ক্রিয়েটিনিন
৭) গ্লুকোজ
# ঔষধের কারণে কোন সাইড এফেক্ট হচ্ছে কিনা তা জানিয়ে দেয় যেমন- প্রশারের ঔষধ
# রক্ত এসিডের পরিমাণ পরিবর্তন হল কিনা জানিয়ে দেয়।কিডনী ও ফুসফুসের ইনফেকশনের কারণে রক্তে এসিডের
পরিবর্তন হয়।
# কিডনীর সার্বিক অবস্থা জানিয়ে দেয়।
# শরীরে ডায়াবেটিস এর আশংকা আছে কিনা জানিয়ে দেয়।
——————————–কমপ্রিহেনসিভ মেটাবলিক প্যানেল
১) ক্যালশিয়াম
২) এলবুমিন
৩) বিলিরুবিন
৪) এলকালাইন ফসফেট
৫) এসপারেট এমাইনো ট্রান্সফেরাস
৬) এলানাইন এমাইনো ট্রান্সফেরাস
# এটি আমাদের মেটাবলিক ডিসঅর্ডার রোগের সর্ম্পকে ইঙ্গিত দেয়
# লিভার এর রোগ সর্ম্পকে জানিয়ে দেয়
# গলস্টোন বা বািল ডাক্টে কোন ব্লক আছে কিনা জানিয়ে দেয়।
** হাড়ে কোন সমস্যা হয়েছে কিনা জানিয়ে দেয়।
———————————————লিপিড প্যানেল
১) কোলেস্টেরল
২) এইচডিএল
৩) ট্রাইগ্লিসারয়েড
৪) এলডিএল
# এটি হৃদপিন্ডের সার্বিক অবস্থা সর্ম্পকে জানিয়ে দেয়।
# কিছু কিছু ঔষধের সাইড ইফেক্ট সর্ম্পকেও জানিয়ে দেয় যেমন-স্টাটিন
——————————————থাইরয়েড প্যানেল
১) TSH
২) FT3,FT4
# এটি হরমোনের সমস্যা সর্ম্পকে জানিয়ে দেয়।
# ঘুমের সমস্যা
# সবসময় দূর্বল লাগা