A Leading Doctor Chamber information Site In Chittagong

kk
4
22
a5
a3
2
5
www.hellodoctorctg.com

আমরা সাধারণত মেডিকেল গ্লাভস পড়তে ডাক্তার, নার্স,টেকনোলজিস্ট এদের দেখি মানে যাদের পেশা স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু করোনা ভাইরাস এসে আমাদের ধারণা বদলে দিয়েছে।গ্লাবস পড়তে হবে সবাইকে,যখনই প্রয়োজন হয়।নিজেকে বাঁচানোর জন্য,পরিবারকে বাঁচানোর জন্য।

করোনা ভাইরাস যেমন খুবই সংক্রমণ ঝুকিপূর্ণ তেমনি আরো বিভিন্ন ব্যাকটেরিয়া-ভাইরাস আছে যারা দ্বারা উচ্চ সংক্রমণের ঝুকি  আছে।তাছাড়া আমরা বাঙ্গালিরা যেহেতু হাত দিয়ে খেতে অভ্যস্ত, তাই হাতের সুরক্ষার ব্যাপারে আমাদের বেশী সচেতন হতে হবে।

আমরা বিভিন্ন গ্লাভস দেখেছি দৈনন্দিন জীবনে যেমনঃ খেলায় ব্যবহার হয়,অনেকে বাইক চালাতে ব্যবহার করে,ভারী শিল্পে শ্রমিকরা,মিষ্টি বা খাবারের দোকানে ইত্যাদি।

তবে মেডিকেল গ্লাভস সবার থেকে আলাদা,এগুলো খুবই সেনসিটিভ। এগুলো ব্যবহার করার জন্য নিয়ম আছে।

সাধারণত ২ ধরনের মেডিকেল গ্লাভস আছেঃ

১) ডিসপোজেবল গ্লাবস-যা শুধু একবার ব্যবহার করা যাবে।

২) পারমানেন্ট গ্লাবস- যা বারবার ব্যবহার করা যাবে

কিছু কিছু গ্লাবসে ভেতরে পাউডার থাকে।এগুলো “কর্নস্টার্চ” থেকে তৈরী।এটি আহামরি কিছু না।গ্লাবস পড়তে সুবিধার জন্য ও ভেতরে হাত যাতে কম ঘামে সেজন্য দেয়া হয়।

 

গ্লাভস কখন ব্যবহার হয় ?

# যখন ডাক্তার কোন রোগীকে চেকআপ করেন।

# যখন অপারেশন করা হয়,মানুষ কিংবা পশু।

# ল্যাবে যখন রোগীর শরীরে বিভিন্ন উপাদান পরীক্ষা করা হয়।

# কাউকে যখন ইঞ্জেকশন দেয়া হয়।

# যখন ড্রেসিং করা হয়।

# রক্ত কালেকশনের সময়।

# সংক্রমণ হতে পারে এমন রোগীর যত্ন নেয়ার সময়।

# সংক্রমণ হতে পারে এমন জায়গায় গেলে(হাসপাতাল) বা এমন বস্তু ধরলে(রোগীর মলমূত্র)

এবার আসি,আমরা যারা সাধারণ মানুষ আমরা কোন ধরনের গ্লাবস ব্যবহার করবো?

আমরা লেটেক্স বা ডিসপোজেবল গ্লাবস ব্যবহার করবো এবং তা  পারমানেন্ট গ্লাবস ডিসইনফেকটেন্ট করার জন্য যা দরকার তা বাসায় পাওয়া যাবে না।পারমানেন্ট গ্লাবস ডিসইনফেকটেন্ট করার জন্য “অটোক্লেব মেশিন” বা ” আল্ট্রা-রে” দরকার হয়।

 

সর্তকতাঃ

# নতুন গ্লাবস পড়ার সময় কখনো ভেতরে হাত দিবো না।

# গ্লাবস ফেলে দিতে হলে মাঝখানে কেটে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন।

# গরম পানিতে ফুটিয়ে সার্জিক্যাল গ্লাবস পুনরায় ব্যবহার করা যাবে না।

# সাবান দিয়ে দিয়ে ধুয়ে ব্যবহার করা যাবে না।

# স্যানিটাইজার দিয়ে ব্যবহার করা গ্লাবস জীবাণুমুক্ত করা যায় না

# কাপড়ের গ্লাবস কোন জীবাণুপ্রতিরোধক নয়,যা আপনাকে কোন সুরক্ষা দিবে না।

মেডিকেল গ্লাভসঃ কেন পড়বো,কখন পড়বো এবং কেন পড়বো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *