Ludwig’s Angina হচ্ছে মুখ এবং গলার একটি মারাত্মক ইনফেকশন যা থেকে প্রতিবছর সারা পৃথিবীতে সর্বোচ্চ চিকিৎসার পরে ও অধিকাংশ রোগীর মৃত্যু হয়। তাই এটিকে মানব দেহের সবচেয়ে ভয়ংকর একটি ইনফেকশন হিসেবে চিকিৎসা শাস্ত্রে মনে করা হয়।
# কেন হয়
* সাধারণত দাঁত ও মাড়ির ইনফেকশন থেকে এই রোগ হতে পারে
* কোন দূর্ঘটনা/আঘাতে দাঁত ও মুখের ইনজুরি হলে
* টনসিল ও মুখের অন্যান্য গ্রন্থির ইনফেকশন হলে তা থেকে জীবাণু ছড়িয়ে
# কাদের ঝুঁকি বেশী
* যাদের দাঁতের দীর্ঘমেয়াদি ক্ষয়রোগ /ডেন্টাল ক্যারিজ (Dental Caries) রয়েছে
* অদক্ষ হাতুড়ে দাঁতের ডাক্তার / কোয়াকের কাছে দাঁতের চিকিৎসা করালে
* দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছেন এমন রোগী
* যারা মুখের এবং দাঁতের যত্ন নেয়ার নিয়ম মেনে চলে না
* যাদের ডায়াবেটিস , অপুষ্টিজনিত রোগ , এইডস এবং মাদক সেবনের ইতিহাস থাকে
দাঁত ফেলতে জানলেই কি সে ডেন্টিস্ট ?
# কী কী লক্ষণ দেখা যায়
* তীব্র দাঁতের ব্যাথা থাকে
* মুখ ও গলার নিচে তীব্র ব্যাথা সহ ফুলে যাওয়া
* মুখ থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়া
* মুখ থেকে লালা গড়িয়ে পড়া
* মুখ হা করতে না পারা
* জ্বর/ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া/খেতে না পারা
# চিকিৎসা
* দ্রুত একজন বি.ডি.এস ডিগ্রিধারী দাঁতের ডাক্তার এর পরামর্শ নিতে হবে
* প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে দাঁত ও নাক কান গলা ডাক্তারের অধীনে চিকিৎসা করাতে হবে
* অনেক সময় যে দাঁত থেকে ইনফেকশন হয় সেটা ফেলে দিতে হয় এবং ইনফেকশন বেশি হলে গলার অপারেশন ( Incision and drainage) করতে হয়
* শ্বাসকষ্ট ( Stridor) হলে গলার tracheostomy অপারেশন করতে হয়
# প্রতিকার
এই রোগে যেহেতু মৃত্যু ঝুঁকি বেশি তাই এই রোগ যাতে না হয় সেজন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।
* নিয়মিত মুখ এবং দাঁতের যত্ন নিতে হবে। দিনে দুই বার ব্রাশ এবং ডেন্টাল ফ্লসিং করতে হবে। ছয় মাস পর পর /বছরে একবার ডেন্টাল সার্জন এর কাছে দাঁতের স্কেলিং করা এতে দাঁত ও মাড়ি ভাল থাকে।
* যেখানে সেখানে অদক্ষ হাতুড়ে দাঁতের ডাক্তার/ কোয়াকের কাছে চিকিৎসা না করিয়ে বি.ডি.এস ডিগ্রিধারী দাঁতের ডাক্তার এর কাছে চিকিৎসা করানো।
* দাঁতের ব্যথা/ দাঁতের যে কোনো সমস্যার জন্য অবহেলা না করে দন্ত চিকিৎসকের পরামর্শ নেয়া।
ডাঃ ইরফান উদ্দিন
বিডিএস ( চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ)
রেজিষ্ট্রেশন নংঃ ৮৪২২
দন্ত ও মুখ গহ্বর রোগ বিশেষজ্ঞ
আই ডেন্ট ডেন্টাল এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার
যোগাযোগঃ 01818-701376